সবকিছু নিখুঁত হতে পারে না; বিজেপির অভিযোগ প্রসঙ্গে বললেন বিবেক দুবে

ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। চতুর্থ দফার ভোটের পর এমনই অভিযোগ তোলে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয় বিজেপি। তবে বিজেপির সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন বিবেক দুবে। তিনি বলেন, সব নিখুঁত হতে পারে না। মঙ্গলবার দুপুরে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদার রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে অভিযোগ জানান। কথা বলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে।

বিবেক দুবে বলেন, একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রথমে সিঙ্গল পোলিং বুথ পরে দুটি বুথ, তিনটি বুথ এভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়। তবে সবকিছু নিখুঁত হতে পারে না। কীভাবে পরবর্তী দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*