অতিশক্তিশালী হয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় “ফণি”

আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফণি ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ের শক্তি আরও বাড়বে বলেই জানা গিয়েছে। বুধবার তামিলনাড়ু উপকূলে পৌঁছবে ফণি ৷ জানা গিয়েছে, অন্ধ্র উপকূল হয়ে ওড়িশা উপকূলে ঢুকবে ঝড় ৷ তার জেরেই ক্রমশ দুর্বল হবে ঘূর্ণিঝড় ফণি ৷ যার জেরে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতি, শুক্রবার কালবৈশাখীর আশঙ্কা রয়েছে রাজ্যে ৷


আবহাওয়া দফতর জানিয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ফণির কারণে
মৎস্যজীবীদের ২ মে থেকে ৪ ঠা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে যেসব মৎস্যজীবীরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের ১ মে বিকালের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে ৷ ইতিমধ্যেই দক্ষিণের বিস্তৃর্ণ এলাকায় রেড অ্যালার্ট জারি হয়েছে ৷ ভারতীয় সেনা ও নৌ সেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*