তিন তালাক নিষিদ্ধ করতে নয়া পদক্ষেপ

তিন তালাক নিষিদ্ধ করতে নতুন আইন আনতে চলেছে কেন্দ্র। এবার কেউ এক নিঃশ্বাসে তিন তালাক দিলে বা বললে তা বেআইনি বলে গণ্য হবে। পাশাপাশি, শাস্তি হিসেবে ৩ বছর প‌র্যন্ত জেল ও জরিমানা হতে পারে। এমনই একটি খসড়া তৈরী করে রাজ্য সরকারগুলিকে তাদের মতামত জানানোর জন্য পাঠানো হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, গত আগস্টে সুপ্রিম কোর্ট তিন তালাককে একতরফা, অসাংবিধানিক বলে রায় দেওয়ার পরও এই কুপ্রথার ব্যবহার বন্ধ হয়নি। ‘মুসলিম ওমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ’ নামে ওই আইনের খসড়াটি তৈরি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী। এছাড়াও ওই গোষ্ঠীতে ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদরা। এবার আন্তঃমন্ত্রীগোষ্ঠীর খসড়া আইনে তাৎক্ষনিক তিন তালাক ঘোষণা বেআইনি বলে ঘোষণা করা হলো। উক্ত খসড়ায় তিন তালাক দেওয়া স্বামীর তিন বছরের কারাবাস ও জরিমানা হবে বলে জানানো হয়েছে।

নতুন এই আইনটি বলবৎ হবে একমাত্র তাত্ক্ষনিক তিন তালাকের ক্ষেত্রে। এক্ষেত্রে স্ত্রী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তাঁর ভরণপোষণ ও নাবালক সন্তানকে তাঁর কাছে রাখার দাবি জানাতে পারবেন। নতুন আইনে মৌখিক, লিখিত, ই-মেল করে, এসএমএস করে বা হোয়াটসঅ্যাপে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এক্ষেত্রে স্বামীর ৩ বছরের জেল ও জারিমানা হতে পারে বলেও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*