আজকের দিন

মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন

জন্মঃ ১৫ মার্চ ১৯৭৭ – ২৮ সেপ্টেম্বর ২০০৮
তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা বাহিনীর (এনএসজি) উচ্চপর্যারের স্পেশাল অ্যাকশন গ্রুপের সদস্য এবং ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি শহীদ হন। তাঁর বীরত্বের স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালের ২৬ জানুয়ারি তাঁকে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার ‘অশোকচক্র’ দ্বারা সম্মানিত করা হয়।

২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে জঙ্গিরা দক্ষিণ মুম্বইয়ের একাধিক ঐতিহাসিক ভবনে হামলা চালায়। ১০০ বছরের পুরনো তাজমহল প্যালেস হোটেল ছিল তার মধ্যে একটি। মেজর উন্নিকৃষ্ণনকে টিম কম্যান্ডার করে নেতৃত্বে ৫১ এসএজি দলটিকে ওই হোটেলকে জঙ্গিমুক্ত করে পণবন্দীদের উদ্ধার করতে পাঠানো হয়।
এনএসজি অফিসারেরা বলেছেন, অপারেশন ব্ল্যাক টর্নেডোর সময় তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ারের ভিতরে যে সশস্ত্র জঙ্গিরা অবস্থান করছিল, তাদের সঙ্গে গুলির লড়াই চলার সময় মেজর উন্নিকৃষ্ণন গুলিবিদ্ধ হন। তাঁর শেষ কথা ছিল, “তোমরা এগিও না, আমিই ওদের সামলে নেব।” তারপরই তিনি গুলির আঘাতে মৃত্যুবরণ করেন।

রোজদিনের পক্ষ থেকে বীর শহীদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

তথ্য সংগ্রহে – মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*