আজকের দিন (২)

আমির খান

জন্ম: ১৪,১৯৬৫
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে আম আমিরখান ভারতীয় চলচ্চিত্রের অতি জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা এক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন, এবং ভারত সরকার কর্তৃক ২০০৩ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করা হয়। এছাড়া তিনি মাঝে মাঝে গান গেয়ে থাকেন। তিনি তাঁর নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্স প্রতিষ্ঠা করেছেন।

ইয়াদো কি বারাত, মদহোশ, কয়ামত সে কয়ামত তাক, দিওয়ানা মুঝসা নহি, জো জিতা ওহি সিকান্দার, রাজা হিন্দুস্থানি, লাগান, বাজি, ইশক, আকেলে হাম আকেলে তুম, গুলাম, দিল, মান, সারফারোশ, তারে জামিন পার, ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

============================================================================================

ফরিদা জালাল

জন্মঃ ১৪ মার্চ ১৯৪৯
তিনি একজন ভারতীয় অভিনেত্রী। ১৯৬০ দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত তিনি অসংখ্য চলচ্চিত্র এবং টেলিভিশনে অভিনয় করে আসছেন।

তিনি ১৯৬০ সালের দিকে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ইয়ে রাস্তে হ্যায় পিয়ার কে, তকদির, মহল, আরাধনা, পুরস্কার, নয়া রাস্তা, গোপী, দেবী, ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেন।

১৯৯৬ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে এক দারুণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রীর পুরস্কার পান। এছাড়াও তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

=============================================================================================

রোহিত শেঠী

জন্মঃ ১৪ মার্চ, ১৯৭৩
তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক।
জমিন, গোলমাল, সানডে, গোলমাল রিটার্ন, অল দ্য বেস্ট, গোলমাল থ্রী, সিংহাম, দিলওয়ালে, গোলমাল এগেন ইত্যাদি ছবি তিনি পরিচালনা করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*