আজকের দিন

বিনোদ কাম্বলি

জন্ম ১৮ জানুয়ারি ১৯৭২,
তিনি মুম্বই, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনি অতি জনপ্রিয়। তিনি একজন বাঁ হাতি ব্যাটসম্যান এবং তিনি মূলত ব্যাটসম্যান হলেও ডান হাতি অফ ব্রেক বোলারও।

১৯৯৩, ২৯ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তাঁর অভিষেক হয়। ১৮ অক্টোবর ১৯৯১ তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তিনি টেস্টে সর্বোচ্চ ২২৭ ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০৬ করেন।

রোজদিনের পক্ষ থেকে আজ তাঁকে জানাই শুভ জন্মদিন।

===============================================================================================

মনিকা বেদি

জন্মঃ ১৮ জানুয়ারি ১৯৭৬
তিনি মূলত একজন বলিউড চলচ্চিত্র অভিনেত্রী এছাড়াও তিনি অন্যান্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন।

ম্যায় তেরা আশিক, তাজমহল, সুরক্ষা, খিলোনা, সুভাষ, জবাবদিহি, জঞ্জির, জানাম সমঝা কারো, স্পিড ডান্সার, পরিচয় ইত্যাদি ছাড়াও তিনি বেশকিছু ভাষার ছবি যেমন নেপালি, তামিল, তেলেগু, কানাডা ইত্যাদি ছবিতেও অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

==============================================================================================

মিনিশা লাম্বা

জন্মঃ ১৮ জানুয়ারি ১৯৮৫
তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। ইয়াহা ছবিটি তাঁর অভিনীত প্রথম সিনেমা।

এছাড়াও তিনি কর্পোরেট, অ্যান্টনি কন হ্যায়, দশ কাহানিয়া, কিডন্যাপ, বাচনা হ্যায় হাসিনো, অনামিকা, ভেজা ফ্রাই টু, জোকার ইত্যাদি অনেক সিনেমায় অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে আজ তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*