১ জুন থেকে চলবে নতুন ২০০ ট্রেন, জানা গেলো টাইম টেবিল

১ জুন থেকে আনলক হচ্ছে দেশ। আর ১ জুন থেকেই ২০০ টি জাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ২১ মে থেকে শুরু হয়েছে এই ট্রেনগুলিতে টিকিট বুকিং। রেল সমস্ত বিশেষ ট্রেনের অগ্রিম সংরক্ষণের সময়কাল ৩০ থেকে বাড়িয়ে ১২০ দিন করে দিয়েছে।

১২ মে থেকে চলছে ৩০ টি ট্রেন ও ১ জুন থেকে চালু হচ্ছে আরও ২০০ টি ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে এই ২৩০ টি ট্রেনে পার্সেল ও লাগেজ বুকিংয়ের অনুমতি থাকবে। নতুন চালু হওয়া এই ১০০ জোড়া ট্রেনের টিকিট বুকিং-এর ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের পাশাপাশি কাউন্টার, অফিসিয়াল এজেন্টস ও টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যেতে পারে।

উত্তর রেল নয়াদিল্লি রেলস্টেশন থেকে চালানো ট্রেনগুলি ও সেখানে থামা ট্রেনগুলির নানান তথ্য জানিয়েছে। এছাড়া রেলের তরফে স্পষ্ট বার্তা, স্ক্রিনিংয়ের জন্য যাত্রীদের কমপক্ষে ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে হবে। অসুস্থ লোকদের যাতায়াত করতে দেওয়া হবে না। যাত্রীদের অবশ্যই স্টেশন এবং ট্রেনে ভ্রমণের সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

পাশপাশি সমস্ত স্টেশনে ও ট্রেনে সফরকালীন সময়ে যাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক থাকছে। একইসঙ্গে গন্তব্য স্টেশনে পৌঁছনোর পর ওই রাজ্যের বা কেন্দ্রশাসিত এলাকার স্বাস্থ্য সম্পর্কিত প্রোটোকলগুলি মেনে চলতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*