মুক্তির অপেক্ষায় বারান্দা, দ্য ব্যালকনি

নিজস্ব প্রতিবেদন : বারান্দা সত্যিই ভালোবাসার। অন্তত বাঙালি জাতির কাছে তো তাই. অলস দুপুরে বারন্দায় বসে রোদ্দুরে পিঠ সেঁকা হোক, অথবা একলা রাতে বারান্দায় দাঁড়িয়ে চোখের জল ফেলা, কিংবা গোটা পাড়ার কর্মকাণ্ড নীরবে চাক্ষুস করতে হলেও বারান্দার জুড়ি মেলা ভার। কিন্তু শুধু তো তাই নয়, বারান্দা হল আবেগ, বারান্দা হল সঙ্গী, সুখের-দুখের নির্ভরযোগ্য সাথী। রেশমী মিত্রর ছবি বারান্দা ছবির নামটা খানিকটা রুপকও বটে।  এই একটি নামের মধ্যে দিয়ে পরিচালিকা মানুষের নানরকম অবস্থা, আবেগ এবং পরিস্থিতিকে জানাতে চেয়েছেন।  ছবির ট্রেলারও খানিকটা সেই কথাই বলছে। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, সাহেব ভট্টাচার্য, মানালী দে প্রমুখ। একজন মধ্যবিত্ত মানুষ, আচমকাই তাঁর দুর্ঘটনা ঘটে, আর তাতে আজীবনের মতো একটা পা শক্তিহীন হয়ে পড়ে। সেই মানুষটির না পাওয়া, বেদনা, স্ত্রীর ক্রমশ দূরে সরে যাওয়া, কখনও আবার স্ত্রীকে নিয়ে নিরাপত্তাহীনতা সব নিয়েই ছবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*