দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় বহিষ্কৃত তিরুমালা মন্দিরের প্রধান পুরোহিত

বিশেষ প্রতিনিধি, 

অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দির বা তিরুমালা মন্দিরের প্রধান পুরোহিতকে বহিষ্কৃত করা হল৷ তিনি নাকি মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন৷ বৃহস্পতিবারই মন্দির কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করার কথা ঘোষণা করে৷

প্রধান পুরোহিত দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি টাকা পয়সা নয়ছয়ের অভিযোগ করেছিলেন৷ তাছাড়াও যে সোনার গয়না বা ধনসম্পত্তি মন্দিরে গচ্ছিত, মন্দিরের নামে, তার অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি৷

মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার দান পড়ে৷ সেসবই ব্যক্তিগত অর্থে ভোগ করছে মন্দির কর্তৃপক্ষ বলে অভিযোগ৷ তিরুমালা ট্রাস্টি বোর্ডের যাবতীয় আয় ব্যায়ের হিসেব তিনি প্রকাশ্যে এনেছিলেন, যাতে ধরা পড়ে একাধিক অসঙ্গতি৷ এরপরেই প্রধান পুরোহিতের বিরুদ্ধে ক্ষোভ বাড়ে৷ ফলে সরতে হল তাঁকে৷

শুধু বহিষ্কারই নয়, তিরুমালা মন্দিরের প্রধান পুরোহিত এভি রামানা দিক্ষীতুলুকে পদত্যাগ করতে বাধ্য করে মন্দির কর্তৃপক্ষ৷ বুধবার তাঁর পদত্যাগের নির্দেশিকা জারি হয়৷ বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন বলে মন্দির সূত্রে খবর৷

প্রসঙ্গত, তিরুমালা মন্দির বিশ্বের ধনী মন্দিরগুলোর মধ্যে অন্যতম৷ তিরুপতি দেবস্থানম (টিটিডি) নামের কমিটি এই মন্দির পরিচালনা করে। সেই কমিটি জানিয়েছে, বছরে কমপক্ষে ২ কোটি ৬৮ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। তাঁদের দেওয়া নগদ প্রণামীর পরিমাণ ১০৩৮ কোটি টাকা। টিটিডি আগামী ২০১৭-১৮ আর্থিক বছরের জন্য ২৮৫৮ কোটি টাকার বাজেট অনুমোদন করেছিল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*