ইরাকে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৮

বিশেষ প্রতিনিধি,

ইরাকের রাজধানী বাগদাদে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৩১ জন। সূত্রের খবর, বাগদাদ থেকে ২০ কিলোমিটার উত্তরে তাজিতে এক ব্যক্তির শেষকৃত্য চলাকালীন সেখানে উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা হয়।

কিন্তু কেন শেষকৃত্যের সময় হামলা চলল, তার কারণ এখনও স্পষ্ট নয়৷ ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বোমারুর শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল। বিস্ফোরণের পরপরই ইরাকি বাহিনী গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে।

হতাহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে৷ তিরিশ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, মেডিক্যাল টিম৷ বুধবার গভীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৪জনকে মৃত বলে ঘোষণা করেন৷ বাকি চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে হতাহতের কোনও নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি৷

বিস্ফোরণের পিছনে আইএস মদতপুষ্ট হাসাদ-আল-শাবি গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ গত তিন বছর ধরে এই গোষ্ঠীর দাপট সবথেকে বেশি৷ এরআগে, চলতি বছরের জানুয়ারি মাসে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে বাগদাদ। শহরের মধ্যবর্তী এলাকা তায়ারান স্কোয়ারে দুটি আত্মঘাতী হামলায় ৩৮ জন নিহত হয়। আহত হয় অন্তত শতাধিক। ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রীর মুখপাত্র জেনারেল সাদ মান এই তথ্য জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*