জুনে তাপপ্রবাহের আশঙ্কা! স্কুলে গরমের ছুটি বাড়ল আরও ১০ দিন

শেষ গরমের ছুটি। আগামী সপ্তাহেই খুলে যাচ্ছে সমস্ত স্কুল। একদিন আগে এমনই নির্দেশ এসেছিল স্কুল শিক্ষা দফতরের তরফে। নির্দেশিকায় জানানো হয়েছিল ৫ জুন থেকে খুল যাবে সমস্ত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। ৭ তারিখ থেকে খোলার কথা ছিল প্রাইমারি স্কুলগুলির। এদিকে এরইমধ্যে ফের রাজ্যে তাপপ্রবাহের সতর্কতার কথা জানাচ্ছে হাওয়া অফিস। নতুন মাসের শুরু থেকেই ফের বাড়তে চলেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফের বাড়ল গরমের ছুটির মেয়াদ। ৫ জুন নয়, আগামী ১৫ জুন খুলতে চলেছে স্কুল। এদিন সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছর গ্রীষ্মের শুরুতেই তীব্র গরম আর তাপপ্রবাহের কারণে গত ২ মে থেকে রাজ্যের সমস্ত স্কুলে ছুটি পড়ে গিয়েছিল। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই আভাস ছিল, এক মাসের আগে স্কুল খোলা যাবে না। মে মাস কাটিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় স্কুলশিক্ষা দপ্তর। ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত বদল হল। 

গত কয়েক দিনে আবহাওয়ার উন্নতি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ জুন খুলবে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্কুলগুলি ৭ তারিখ খোলার কথা ছিল। কিন্তু বুধবার হাওয়া অফিস ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, জুনের শুরু থেকে তাপপ্রবাহ চলবে। এরপরই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, “আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ চলবে এই অবস্থায় সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।”

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*