অষ্টম বিস্ফোরণে কেঁপে উঠলো শ্রীলঙ্কা

ফের বিস্ফোরণ শ্রীলঙ্কায়। এই নিয়ে টানা অ্যাট আটবার বিস্ফোরণে রক্তাক্ত হলো শ্রীলঙ্কা ৷ কলম্বোর উপকণ্ঠে দেমাতাগোড়ায় বিস্ফোরণটি হয় ৷ একটি আবাসনের সামনে অষ্টম বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও কোনও মৃত্যুর খবর মেলেনি ৷ পরপর আটটি বিস্ফোরণের জেরে শ্রীলঙ্কায় কার্ফু ঘোষণা করেছে প্রতিরক্ষামন্ত্রক ৷ আগামী ২ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কায় ৷

প্রসঙ্গত, রবিবার সকালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত হয় শ্রীলঙ্কা ৷ মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ মৃতের সংখ্যা ছুঁয়েছে প্রায় ১৮৫ ৷ আহতের সংখ্যা বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷ সেই বিস্ফোরণের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা ৷ সপ্তম বিস্ফোরণটি হয় দেহিওয়ালার একটি হোটেলে। এই বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*