প্রথম চারদিনের ডে-নাইট টেস্টে চালকের আসনে দক্ষিন আফ্রিকা

NOTTINGHAM, ENGLAND - JULY 17: Chris Morris of South Africa celebrates with teammates after dismissing Alastair Cook of England during day four of the 2nd Investec Test match between England and South Africa at Trent Bridge on July 17, 2017 in Nottingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

প্রথম চারদিনের জিম্বাবোয়ের বিরুদ্ধে ডে-নাইট টেস্টের প্রথম দিনেই ২৭৯ রানে এগিয়ে রয়েছে দক্ষিন আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিন আফ্রিকা। ওপেনার অ্যাইডেন মারকরামের সেঞ্চুরি ও এবি ডিভিলিয়ার্সের সৌজন্যে ৯ উইকেটে ৩০৯ রান করে ডিক্লেয়ার করে দক্ষিন আফ্রিকা। জিম্বাবোয়ের পক্ষে পেসার কাইল জারভিস ও ক্রিস্টোপার এমপোফু ৩টি করে উইকেট নেন। এরপরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৪ উইকেটে ৩০ রান করেছে জিম্বাবোয়ে। দক্ষিন আফ্রিকার পেসার মরনি মরকেল ২০ রানে ৩ উইকেট দখল করেন। এদিন ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় অধিনায়ক ডুল্পেসি খেলেননি। তার জায়গায় অধিনায়কত্ব করেন এবি ডিভিলিয়ার্স।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*