‘স্লো ড্রাইভ সেভ লাইফ’

সেফ ড্রাইভ সেভ লাইফ-এর স্লোগানের সাথে এবার নতুন আরও একটি স্লোগান ‘স্লো ড্রাইভ, সেভ লাইফ’। এই স্লোগানও তৈরী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনো স্লোগানে অন্তত দশ শতাংশ কমেছে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্য তাই বাড়তি নজরদারির জন্যই এলাকায় ঢেকে দেওয়া হবে নতুন স্লোগান। প্রচারের জন্য গাড়ি চালক ও মানুষকে পুলিশ বোঝাবে যে গাড়ি আস্তে চালান। এছাড়াও বড় রাস্তা মূলত জাতীয় ও রাজ্য সড়কগুলিতে যেখানে মোড় আছে সেখানে দশ মিটারের মধ্যে জোড়া স্পীড ব্রেকার বা হাম্প গড়ছে পুলিশ ও পূর্ত দপ্তর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে কোন কোন এলাকায় বেশী দুর্ঘটনা হচ্ছে, তা চিহ্নিত করে, সব রকম ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই জাতীয় সড়কের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে পূর্ত দপ্তর। ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিত করে পুলিশ সেই সব জায়গায় বাড়তি গুরুত্ব দিচ্ছে। এছাড়াও নিযুক্ত করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ারদেরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*