হড়পা বানে সিকিমে নিখোঁজ বহু সেনা, উদ্বেগপ্রকাশ মমতার

মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমে লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসে তিস্তায়। জলের তোড়ে ছাপিয়ে গিয়েছে নদীর দু’পাশ। ঝড়ের বেগে সমতলে নেমে আসতে শুরু করেছে তিস্তার জল। যা নদীর পাশের দুকূলকে ছাপিয়ে গিয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে সিংথামের কাছে বারদাং সেনা ছাউনিতে পার্ক করে রাখা ৪১টি গাড়ি। ভেসে গিয়েছে অন্তত ২৩ জন সেনা জওয়ান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে উত্তরবঙ্গ প্রশাসনকেও স্তর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বুধবার সকালে সিকিমে হড়পা বানে ২৩ জন জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেতেই একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনবি লেখেন, “মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে সিকিমে ২৩ জন জওয়ানের খবর শুনে অত্যন্ত উদ্বিগ্ন।এই পরিস্থিতিতে যে কোনও রকমের সাহায্যে বাংলা সিকিমের পাশে আছে।” এর পাহস্পাশি তিনি এও লেখেন,” আমি উত্তরবঙ্গ প্রশাসনকেও অতি সতর্ক থাকতে বলেছি। বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রস্তুতি কতদূর, তা জানার জন্য মুখ্যসচিব দ্রুত খবর নেবেন। কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”

https://x.com/MamataOfficial/status/1709442753959231836?t=gWB12suzO2yxUTCz_TmCuw&s=08

এদিকে, সিকিম থেকে তিস্তা সমতলে প্রবেশ করেছে জলপাইগুড়ি জেলায়। হড়পা বানের জেরে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ জল বাড়ছে তিস্তায়। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বহু মানুষের। সেচ দফতর জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*