আমেরিকায় সহপাঠীর দ্বারা আক্রান্ত শিখ ছেলে, রিপোর্ট চাইলেন সুষমা স্বরাজ

আমেরিকার ওয়াশিংটনে একটি শিখ ছেলেকে তার স্কুলেরই সহপাঠী হামলা করে, এই ঘটনার পর  পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শনিবার বলেছেন যে তিনি আমেরিকার মার্কিন দূতাবাস থেকে এই ব্যাপারে রিপোর্ট চান।

কেন্ট শহরে ১৪ বছর বয়েসী শিখ ছেলেটিকে তার সহপাঠী দ্বারা আক্রান্ত হওয়ার পর তার পিতার দাবি যে ভারতীয় বংশদ্ভুত হওয়ার জন্যই শিকার হিসাবে তারাই টার্গেট হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ শে অক্টোবর, শিখ ছেলে এবং হামলাকারী উভয়ই কেনট্রিজ হাইস্কুলের শিক্ষার্থী।

একটি ভিডিও ক্লিপ মোবাইল অ্যাপ্লিকেশন Snapchat এ পোস্ট করা হয় যে, একটি কিশোর আরেকটি কিশোর কে অনুসরণ করছে এবং তাকে মাটিতে ফেলে আঘাত করছে। বারবার আঘাত করছে, আহত কিশোরটি তার মাথা রক্ষা করার চেষ্টা করছে।

শিখ ছেলেটির বাবা বলছিলেন যে তিনি ভিডিওটি দেখেছেন, যা দেখে তিনি খুব কষ্ট পেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*