বিয়ের প্রস্তুতির রূপচর্চা

তোমায় সাজাবো যতনে, কুসুমে রতনে…… কেউরে কঙ্কনে, কুমকুমে চন্দনে – বধূসাজে সেজে ওঠা নারীর চিরন্তন স্বপ্ন। বধূবেশে সকলের নজর কাড়তে এখন নানা ব্রাইডাল মেক-আপের ডালি সাজিয়ে হাজির বিউটি পার্লারগুলি। তবে বিয়ের দিন নিজেকে স্পেশ্যাল দেখাতে গেলে তার জন্য নিতে হবে পূর্ব প্রস্তুতি। কিভাবে বিশেষ দিনের জন্য নিজেকে সাজিয়ে তুলবেন জানাচ্ছেন রূপ বিশেষজ্ঞা শর্মিলা সিং ফ্লোরা।

এই শীতকালে যাদের বিয়ে তাদের জন্য বলি প্রত্যেকদিন বডি ওয়েল মেসাজ করা দরকার। ফ্লোরাজ বডি ওয়েল ব্যবহার করতে পারেন। ভেজিটেবিল তিল, দই, দুধ মিশিয়ে মাখতে পারেন। চালের গুড়ো, ময়দা প্রভৃতি মিশিয়ে গা চকচকে করতে পারেন। এইসময় পেডিকিয়র, ম্যানিকিয়র একবার করা দরকার। চুলের স্পা করা দরকার। বাড়িতে ডিম, দই মিশিয়ে শ্যাম্পু করা প্রয়োজন। এছাড়াও প্রচুর শাক-সব্জী, জল খাওয়া প্রয়োজন। মুখ সবসময় পরিস্কার রাখবেন ক্লিনজিং মিল্ক দিয়ে। সবচেয়ে বড় কথা মন ভালো রাখা জুরুরী। কারণ শরীর হল মনের আয়না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*