‘শুনেছি নাকি কারও সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল’, রাজু সরকারের মৃত্যুতে জানালেন দিলীপ ঘোষ

সম্প্রতি বিজেপির যুব নেতা রাজু সরকারের মৃত্যু হয়েছে। বিজেপির অন্তর্কলহের জেরে অসুস্থ হয়ে যে রাজুর মৃত্যু হয়েছে, সে কথা কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘শুনেছি নাকি কারও সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল।’ তবে কার সঙ্গে ওই যুব নেতার কথা কাটাকাটি হয়েছিল, সে বিষয়টি অবশ্য খোলসা করেননি তিনি।

বিজেপি যুব নেতার মৃত্যুকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‌বৈঠকের পরে রাজু অসুস্থ হয়ে পড়েছিলেন। শুনেছি কারও সঙ্গে রাজুর কথা কাটাকাটি হয়েছিল। কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে জানি না। আমি এখন দিল্লিতে আছি।’‌ একইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, ‘‌কথা কাটাকাটির পর রাজু বিজেপি দফতর থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফের দফতরে ফিরে আসেন। তখনই রাজু অসুস্থ হয়ে পড়েন।’‌

উল্লেখ্য, গত সোমবার হেস্টিংসের দফতরে বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। তাতে অসুস্থ হয়ে পড়েন রাজু। প্রথমে তাঁকে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই রাজুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ইতিমধ্যে রাজু সরকারের মৃত্যুর ঘটনাকে ঘিরে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে যে হাসপাতালে রাজুকে ভর্তি করানো হয়েছিল, সেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। ঘটনার সময়ে বিজেপির পার্টি অফিসে যে ১০ থেকে ১২ জন নেতা হাজির ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*