রাজীব গান্ধীর মূল্যবান কিছু বাণী

মাত্র ৪০ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী; ইন্দিরা গান্ধী ও ফিরোজ গান্ধীর পুত্র। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও রাজনীতিতে যোগদানের কোনও ইচ্ছেই ছিলো না। মন ছিলো আকাশের মতো, তাই আকাশেই উড়তে ভালোবাসতেন। বিদেশে পড়াশুনো শেষ করে দেশে ফিরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট হিসেবে পেশাদার জীবন শুরু করেন। কিন্তু ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সব হিসাব গোলমাল হয়ে যায়। আততায়ীর গুলিতে নিহত হন তাঁর মা তথা দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার আগেই অবশ্য ভাই সঞ্জয়ের মৃত্যু হয়েছে এবং রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন রাজীব গান্ধী। মা ইন্দিরা গান্ধীকে যখন গুলি করা হয় তখন রাজীব ছিলেন পশ্চিমবঙ্গেরই মেদিনীপুর জেলার কাঁথিতে, একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি। দুঃসংবাদ শুনে সোজা ফিরে যান দিল্লি। ইন্দিরা তখন প্রয়াত।

১৯৮৪ সালে ৪১১টি লোকসভা কেন্দ্রে রেকর্ড গড়ে কংগ্রেস জয়লাভ করে। প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। ১৯৮৯ পর্যন্ত ৫ বছর সরকার চালান। তাঁর সময়ে ভারতবর্ষের রাজনীতিতে বিভিন্ন দোলাচলের সৃষ্টি হয়। সোজা কথা খুব একটা মসৃণ ছিল না রাজীবের পথ চলা। তারই মাঝে শ্যাম পিত্রোদাকে সঙ্গে নিয়ে ভারতে কম্পিউটার নিয়ে আসেন তিনি। এক্ষেত্রেও সমালোচনার ঝড় বয়ে যায় মানব সম্পদ নষ্ট হবে বলে। কিন্তু ভবিষ্যৎই বলে দিয়েছে কতখানি সুদূরপ্রসারী ছিলো রাজীব গান্ধীর চিন্তাভাবনা। ক্রেতা সুরক্ষা আইনও তাঁর সময়ে প্রচলিত হয়। মহিলাদের প্রতি ছিলো তাঁর গভীর শ্রদ্ধা। শিশুদের ভালোবাসতেন। যুব সমাজের জাগরণে বিশ্বাস করতেন। সবচেয়ে বড় কথা ছিলো এক উদার মন, যা তাঁকে রাজনীতিক থেকে স্টেটসম্যানে পরিণত করে। রাজনীতির থেকে উন্নয়নের দিকেই জোর ছিলো তাঁর। তাই হয়তো ভোটে হারতে হয়েছিলো কিন্তু সকলের হৃদয়ে তাঁর স্থান চিরস্থায়ী। আন্তর্জাতিক বিভিন্ন সমস্যায় ঝাঁপিয়ে পড়তেন তিনি। তারই প্রতিদানে বলা যায় মানব বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর।

তাঁর মতো রাষ্ট্রনায়কের ১০টি কোটেশন রোজদিনের পাঠকদের জন্য-

1. “For some days, people thought that India was shaking. But there are always tremors when a great tree falls.”- Rajiv Gandhi

2.  “Women are the social conscience of a country. They hold our societies together.” – Rajiv Gandhi

3. “She was mother not only to me but to the whole nation. She served the Indian people to the last drop of her blood.” – Rajiv Gandhi

 4. “India is an Old country but a young nation…I am young and I too have a dream, I dream of India Strong, Independent, Self-Reliant and in the front rank of the nations of the world, in the service of mankind.”- Rajiv Gandhi

5. “Women are the social conscience of a country. They hold our societies together.”- Rajiv Gandhi

 6. When a big tree falls, the ground shakes”- Rajiv Gandhi

 7. Education must be a great equaliser in our society. It must be the tool to level the differences that our various social systems have created over the past thousands of years.”- Rajiv Gandhi

 8. Development is not about factories, dams and roads. Development is about people. The goal is material, cultural and spiritual fulfilment for the people. The human factor is of supreme value in development.”- Rajiv Gandhi

 9. Education must be a great equaliser in our society. It must be the tool to level the differences that our various social systems have created over the past thousands of years.

 10. Every person should take a lesson from history. We should understand that wherever there have been internal fights and conflicts in the country, the country has been weakened. Due to this, the danger from outside increases. The country has to pay a big price due to this type of weakness.”- Rajiv Gandhi

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*