জয়পুরে খুন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান, বাড়িতে ঢুকে গুলি ৪ দুষ্কৃতীর

অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে খুন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডি। রাজস্থান পুলিশ জানিয়েছে, এদিন জয়পুরে তাঁর বাসভবনেই গুলি করে হত্যা করা হয়েছে রাজস্থানের এই বিশিষ্ট রাজপুত নেতাকে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান। একজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী বাড়ির ভিতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গোগামেডি এবং তাঁর দুই সহযোগী গুলির আঘাতে আহত হয়েছিলেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েথিল। কিন্তু, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গোগামেডির। প্রসঙ্গত, বলিউড সিনেমা পদ্মাবতের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল যে রাজপুত করনি সেনা, তাদের থেকে আলাদা ছিল গোগামেডির সংগঠনটি। ২০১৫ সালেই তিনি রাজপুত করনি সেনা থেকে সরে সে নিজের আলাদা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।

পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে জরপুরের শ্যাম নগর এলাকায়। রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র বলেছেন, “প্রাথমিক প্রতিবেদন অনুসারে, গোগামেডি উপস্থিতিতে তাঁর বাড়িতে চারজন প্রবেশ করেছিল এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গোগামেডির একজন নিরাপত্তা কর্মী এবং অন্য আর একজনও গুলিতে আহত হয়েছেন।” জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেছেন, “গোগামেডিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। শ্যাম নগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আততায়ীদের সম্পর্কে কোনও সূত্রের সন্ধানে তারা ওই এলাকার সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তারা মোটরবাইকে করে এসেছিল। গুলি ছোড়ার পর বাইকে করেই পালায়।

রাজপুত করনি সেনার প্রাক্তন রাজ্য সভাপতি অজিত সিং মামদোলি জানিয়েছেন, “৩-৪ জন লোক সুখদেব সিং গোগামেডির) বাড়িতে এসেছিল। নিরাপত্তারক্ষীদের তারা বলে যে তারা সুখদেব সিং গোগামেডির সাথে দেখা করতে চায়। গার্ড তাদের ভিতরে নিয়ে যায় এবং চা খাওয়ায়। এরপর তারা হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*