ঘৃণার বাজার বন্ধ করে ভালবাসার দোকান খুলল কর্নাটক: বার্তা রাহুল গান্ধীর

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর বার্তা ছিল ‘নফরত কে বাজার মে মহব্বত কি দুকান খোলনে আয়া হু’। দেশজুড়ে ভালবাসা ছড়ানোর পর হাতে নাতে প্রথম তার ফল পেলেন রাহুল। দক্ষিণের কর্নাটকে বিজেপিকে পর্যুদস্ত করে নিরঙ্কুশ জয় হাসিল করতে চলেছে কংগ্রেস। জয় কার্যত নিশ্চিত হওয়ার পর শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বললেন, “ঘৃণার বাজার বন্ধ করে ভালবাসার দোকান খুলল কর্নাটক”।

দক্ষিণ থেকে বিজেপিকে মুছে ফেলার পর শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “এটা কর্নাটকের মানুষের জয়। কর্নাটকে কংগ্রেস গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিল। এটা সবার জয়। কর্নাটকের জয়। আমরা নির্বাচনে কর্নাটকের জনতার কাছে পাঁচটি প্রতিজ্ঞা করেছিলাম। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেটা পূরণ করব।” একইসঙ্গে তিনি জানান, “কর্নাটক মে নফরত কি বাজার বন্ধ হো চুকে হ্যায়, অর মহব্বতকে বাজার খুল চুকা হ্যায়।” যার বাংলা তর্যমা করলে দাঁড়ায়, “কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে। ভালবাসার দোকান খুলে গিয়েছে।”

এদিকে কর্নাটকে কংগ্রেসের জয়ের পুরো কৃতিত্ব রাহুল এবং ভারত জোড়ো যাত্রাকে দিতে চাইছে হাত শিবির। ভোট ঘোষণার ঠিক মাস ছয়েক আগে দক্ষিণের রাজ্যটিতে নিজের যাত্রা নিয়ে গিয়েছিলেন কংগ্রেসের ‘পোস্টার বয়’। প্রায় ২২ দিন কর্নাটকের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষে বেড়িয়েছেন তিনি। এমনকি পরিসংখ্যান বলছে, রাহুল যে যে বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচার করেছেন, সেই কেন্দ্রগুলির ৭৫ শতাংশের বেশি আসনে জিতেছে কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*