কয়েক সেকেন্ড এদিক ওদিক হলেই প্রাণ সংশয় হয়ে যেত রাহুল গান্ধীর, প্রকাশ্যে এলো রিপোর্ট

মাত্র ২০ সেকেন্ড! গত ২৭ এপ্রিল এই কয়েক সেকেন্ড এদিক ওদিক হলেই প্রাণ সংশয় হয়ে যেত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। মাঝ আকাশে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল রাহুলের বিমান । ক্র্যাশ করতে করতে পাইলটের তৎপরতাতেই কোনও রকমে বড় বিপদ থেকে রক্ষা পান সনিয়া পুত্র। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে দ্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য দশ আসনের সুপার লাক্সারি ডুসেলডর্ফ ফ্যালকন বিমানে ওই দিন দিল্লি থেকে হুবলি যাচ্ছিলেন রাহুল। সঙ্গে ছিলেন রাহুলের ঘনিষ্ঠ কৌশল বিদ্যার্থী। তিনি অভিযোগ করেন, মাঝ আকাশে থাকার সময়ে হঠাৎই তাঁদের বিমানটি বাঁ দিকে কাত হয়ে দ্রুত গতিতে নামতে শুরু করে। একটি বিকট শব্দও শুনতে পান বলে দাবি করেন তিনি। গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস। নয়া দিল্লির ২৪ নম্বর আকবর রোডের কংগ্রেস হেড কোয়ার্টার দাবি করেছে, জনসমক্ষে রিপোর্ট প্রকাশ করুক ডিজিসিএ।
ডিজিসিএ, তাদের রিপোর্টে দাবি করেছে বিমানটি অটো পাইলট মোডে ছিল। বিশেষজ্ঞদের মতে, ওই মোডে থাকলে গতিপথ পরিবর্তন করলে পাইলটের কিছু করার থাকে না। তবে রাহুলের চার্টার্ড বিমানের পাইলট বিচক্ষণতার সঙ্গে অটো মোড থেকে ম্যানুয়াল মোডে নিয়ে নিয়ন্ত্রণে আনেন।
ককপিট সিস্টেম, ফ্লাইট ডেটা রেকর্ডার সহ সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখছে ডিজিসিএ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিমানটির রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত সংস্থার দুই কর্মীকেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*