বাংলায় ১ দিনে কোয়ারেন্টাইনে ১ লক্ষেরও বেশি মানুষ !

পশ্চিমবঙ্গে একদিনে লক্ষাধিক মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। গতকালও সংখ্যাটা ছিল ৫০ হাজারের নিচে। ২৪ ঘন্টা পর সেটা দাঁড়াল ১ লক্ষ ৫০ হাজারের বেশি। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত চব্বিশ ঘন্টায় হোম সার্ভিলেন্স তথা গৃহ নজরে রাখা হয়েছে আরও ১,০৩,৩৯১ জনকে। অর্থাৎ একদিনেই সংখ্যাটা এক লাফে এক লক্ষ ছাড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে আরও ৮৭ জনকে। সেইসঙ্গে ৫২ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। তার মধ্যে ৫ জনের দেহে পজিটিভ পাওয়া গিয়েছে।এদিকে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া‌য় একজনের রিপোর্ট পজিটিভ। ফলে এই মুহূর্তে রাজ্যে সরকারি হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।

স্বাস্থ্য ভবনের এ দিনের বুলেটিনে আরও বলা হয়েছে, বর্তমানে বাংলার বিভিন্ন হাসপাতালে ২৩৮ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। গৃহ নজরে রাখা হয়েছে মোট ১ লক্ষ ৫০ হাজার ৪৮২ জনকে।

মঙ্গলবার বেলঘরিয়ার এক বাসিন্দার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বেলঘরিয়ার জেনিথ হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। ৫৭ বছর বয়সী ও‌ই ব্যক্তির ভিন দেশে বা ভিনরাজ্যে যাওয়ার কোনও ইতিহাস নেই। তিনি রথতলা এলাকায় একটি রোল-চাউমিনের দোকান চালান বলে জানা গিয়েছে।

কীভাবে তিনি আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত ২৩ মার্চ থেকে তিনি অসুস্থ। সোমবার তাঁর নমুনা পরীক্ষা হয়। মঙ্গলবার রিপোর্ট এসেছে। তাতে তাঁর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁর পরিবার পরিজনকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*