প্রেস ক্লাবে বিদ্বজনদের সভা

পিয়ালি আচার্য,

ছবি- প্রশান্ত দাস

বিজেপি দেশের পক্ষে বিপদ তাই মোদী সরকারকে যে কোনও মুল্যে সরাতে হবে। মমতা  বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্ণায়কের ভূমিকা পালন করবেন। বিজেপির মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে সবাইকে। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ  ছুঁড়ে দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।

মুলত এই সমস্ত বক্তব্য নিয়েই মঙ্গলবার অর্থাৎ ১৪মে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন বুদ্ধিজীবীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় গোস্বামী, নলিনী বেরা, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, শুভাপ্রসন্ন, কবির সুমন, অরিন্দম শীল, শাঁওলি মিত্র, সুবোধ সরকার, আবুল বাসার, অভিরুপ সরকার প্রমুখ।

সুবোধ সরকার বলেন, ভারতবর্ষ নরেন্দ্র মোদীকে চায় না। ভারতের ডেঙ্গু আর ম্যালেরিয়ার নাম নরেন্দ্র মোদী আর অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে ভারতবর্ষ ডেঙ্গু-ম্যালেরিয়া মুক্ত হবে।

কবীর সুমন বলেন, আমি তৃণমূলপন্থী নই। তবে মনে করি যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা দরকার। তিনি কাজ করতে জানেন। টাকা খরচ করতে জানেন।

দেখুন ভিডিও-

দেখুন ছবি-



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*