মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করবে “প্রেরণা”

দশম শ্রেণী বা তার সমতুল্য (সিবিএসসি, আইসিএসই, মাধ্যমিক) শ্রেনীর মেধাবী দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে প্রেরণা নামের এক এনজিও। দশম শ্রেণীতে পড়াশোনার পর অর্থেক অভাবে বহু মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় অথবা পড়াশোনা ছেড়ে কোনো কাজ খুঁজে নিতে বাধ্য হয়৷ সেইসব মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ গ্রহণ করলো এই প্রেরণা৷

তবে তার জন্য কিছু শর্ত আছে যেমন দশম শ্রেণীর পরীক্ষায় ৮০% বা তারও বেশি নম্বর পেয়ে পাশ করতে হবে৷ তারপর এই আর্থিক সাহায্য পাবার ছাত্র বা ছাত্রীটির একটি টেস্ট পরীক্ষা নেওয়া হবে৷ এবং তারপরই তাকে দেওয়া হবে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সাহায্য এমনটাই জানিয়েছেন এনজিও কর্তৃপক্ষ। মেধাবী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেই এমন উদ্যোগ।

সুবিধা পাবার জন্য যোগাযোগ করুন 9900906338, 9986630301, 9964534667 এই নম্বরগুলিতে……

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*