শহরে এলেন গেগং আপাং, দেবগৌড়া, শরদ পাওয়ার; জেনে নিন কোন নেতা কখন আসছেন?

আগামীকাল ব্রিগেড সমাবেশ। আর তার আগের দিন অর্থাৎ শুক্রবার বিকেলেই সমাবেশে যোগ দিতে একে একে কলকাতায় আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেলেই কলকাতা এসে পৌঁছলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া, শরদ পাওয়ার ও অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং।

এছাড়াও জানা গিয়েছে,

  • এদিন দুপুর ১টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন শরৎ যাদব ও যোগেশ কুমার। তাঁদের নিতে যান সব্যসাচী দত্ত।
  • দুপুর ১টা ৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। তাঁকে নিতে যান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
  • এদিকে, ব্যক্তিগত বিমানে আসবেন চন্দ্রবাবু নাইডু। দীনেশ ত্রিবেদী তাঁকে নিতে যাবেন।
  • দুপুর ২টো ২০ মিনিটে আসেন অরুণ শৌরি। তাঁকে নিতে যান মণীশ গুপ্ত।
  • শরদ পাওয়ার আসেন বিকাল ৪টেয়। ব্রাত্য বসু তাঁকে নিতে আসেন।
  • অখিলেশ যাদব বিকাল সাড়ে চারটেয় আসবেন। তাঁকে নিতে যাবেন নাদিমুল হক।
  • সন্ধ্যা ৬ টায় আসবেন হার্দিক প্যাটেল ও এম কে স্ট্যালিন।
  • সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আসবেন ফারুক আবদুল্লাহ। তাঁকে নিতে যাবেন জাভেদ খান।
  • সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আসবেন অজিত সিং ও জয়ন্ত চৌধুরিও। তাঁদের নিতে যাবেন দীনেশ বাজাজ।
  • সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে আসবেন অভিষেক মনু সিংভি ও মল্লিকার্জুন খাড়গে। তাঁদের নিতে আসবেন মানস ভুঁইঞা।
  • রাত ৮ টা ১০ মিনিটে আসবেন সতীশ মিশ্র। তাঁকে নিতে আসবেন সুখেন্দুশেখর রায়।
  • রাত  ৮টা ২০ মিনিট নাগাদ শহরে আসবেন শত্রুঘ্ন সিনহা। তাঁকে নিতে যাবেন শতাব্দী রায়।
  • রাত ১০ টা ২০ মিনিট নাগাদ যশবন্ত সিনহা আসবেন। তাঁকে নিতে বিমানবন্দরে আনতে যাবেন পূর্ণেন্দু বসু।
  • রাত সাড়ে ১১ টা নাগাদ শহরে পা রাখবেন হেমন্ত সোরেন।
  • রাত ১১ টা ২০ মিনিটে শহরে আসবেন জিগনেশ মেওয়ানি। তাঁকে নিতে আসবেন অসীম বসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*