রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ সোনিয়া, রাহুলের; বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সভানেত্রীকে অভ্যর্থনা অধীরের

লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মঙ্গলবার বেলা ১১ টা পর্যন্ত মুলতুবি

দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল ৯৮.৯০ শতাংশ। চিফ রিটার্নিং অফিসার পি সি মোদী জানিয়েছেন, সোমবার রাষ্ট্রপতি ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে। সংসদ ভবনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৬০০ জন সোমবার ভোটদান করেন। হুইল চেয়ারে চেপে এসে ভোট দিতে দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ মুলায়ম সিং যাদবকে। এছাড়া সংসদ ভবনে এদিন ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

আর অন্যান্য বছরের মতো এবারও বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে বহরমপুরের স্বনির্ভর মহিলাদের বানানো পাটের ফুলদানি ও চারাগাছ দিয়ে অভ্যর্থনা জানান লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

আর প্রথম দিন থেকেই উত্তপ্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন। বিরোধীদের বাধাদানের ফলে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এদিন মুলতুবি হয়ে যায় একাধিকবার। পরে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত তা মুলতুবি করে দেওয়া হয়। এদিন অবশ্য অধিবেশনের শুরুর দিকে সাংসদরা সংসদ ভবনে ব্যস্ত ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের জন্য।

এদিন বেলা ১১ টা নাগাদ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সংসদ চত্বরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের কারণে প্রথমে দুপুর দুটো পর্যন্ত লোকসভা অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। অন্যদিকে রাজ্যসভায় নাইজেরিয়া, আফগানিস্তানে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করা হয় এবং মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ২ মিনিট নীরবতা পালন করা হয়। জানানো হয় রাজ্যসভায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির সভা অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

পরবর্তী সময়ে প্রথমে রাজ্যসভায় বিরোধী সদস্যরা মূল্যবৃদ্ধি ও জিএসটি ইস্যুতে আলোচনার দাবি করে সভার কাজে বাধা দেন। যার জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। তবে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সদস্যদের শান্ত থেকে তাঁর শেষ সভা ভাল করে পরিচালনার জন্য সাহায্য করতে আবেদন জানান। পরে অবশ্য একই পরিস্থিতি তৈরি হয় লোকসভাতেও। বিভিন্ন ইস্যুতে লোকসভার বিরোধী সদস্যরা সভার কাজে বাধা দেওয়ার লোকসভাও মঙ্গলবার বেলা ১১ টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

সোমবার আট জন সাংসদ ভোটদানে বিরত ছিলেন। বিজেপি এবং শিবসেনার দু’ জন করে সাংসদ এবং কংগ্রেস, শিবসেনা, সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, আসাদউদ্দিন ওয়েইসির এমআইএমের এক জন করে সাংসদ ভোট দেননি।
এছাড়া পঞ্জাবের শিরোমণি অকালি দলের বিধায়ক মনপ্রীত সিং আয়ালি ভোট দেননি। তিনি বলেন, তাঁর রাজ্যের বহু সমস্যার সমাধান হয়নি এবং দ্রৌপদী মুর্মুকে সমর্থনের আগে তাঁর সঙ্গে পরামর্শ করেনি দল। এছাড়া দলীয় লাইনে বিরুদ্ধে গিয়ে এনসিপির ঝাড়খণ্ডের বিধায়ক কমলেশ সিং ও গুজরাটের বিধায়ক কান্ধাল জাদেজা এবং ওড়িশার কংগ্রেস বিধায়ক মহম্মদ মুকিমও এনডিএ প্রার্থীকে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন।


উল্লেখ্য, সোমবার থেকেই সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই হল রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে ভোটের মূল্য হিসেবে সাংসদ ও বিধায়কদের ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে। ২১ জুলাই হবে ফল ঘোষণা। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী মোদী এদিন অধিবেশন শুরু আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। সংসদে খোলা মনে তিনি আলোচনার আহ্বান জানান। বলেন প্রয়োজনে বিতর্ক হবে। পাশাপাশি তিনি বলেন এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই অধিবেশনেই রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*