কিংবদন্তি গজলশিল্পী ভূপিন্দর সিং প্রয়াত

সুরালোকে পাড়ি দিলেন প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিং। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সংগীত শিল্পীর প্রয়াণের খবর প্রথম দেন তাঁর স্ত্রী মিতালি সিং। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। প্রয়াত শিল্পীর স্ত্রী মিতালি সিং জানান, মঙ্গলবার মুম্বইতে হবে তাঁর শেষকৃত্যের কাজ। কোলন জনিত সমস্যায় মারা যান শিল্পী।

ভূপিন্দর সিং এর গাওয়া বিখ্যাত গান গুলির হল দিল ধুন্দতা হে, এক একেলে ইস শহর মে, নাম গুম জায়েগা, হুজর ইস কদর না ইতরা কে চলিয়ে, কিসি নজর কো তেরা ইনতেজার, বাদল সো কাট কাট কে। মুম্বইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, একদিন আগেই এই হাসাপাতালে ভর্তি করা হয় ভূপিন্দরজিকে। আমারা আশাঙ্কা করছিলাম ওঁর কোলনে কিছু ইনফেকষন হয়েছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষাও চলছিল। সেই সময়ই কোভিডে আক্রান্ত হন তিনি। সোমবার সকাল থেকে ওঁর অবস্থা সংঙ্কটজনক হতে থাকে। আমরা ভেন্টিলেশনে দি ওনাকে। কিন্তু সন্ধ্যা ৭.৪৫ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ভূপিন্দর সিং-এর জন্ম হয় অমৃতসরে। অল ইন্ডিয়া রেডিয়ো দিয়ে তাঁর কেরিয়ারের শুরু তারপর সুরকার মদন মোহনের কথা পাড়ি দেন মুম্বই। প্রয়াত ভূপিন্দর সিং এবং মিতালি মুখোপাধ্যায়ের পুত্র নিহাল সিংও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ৷ প্লে-ব্য়াক থেকে সরে আসার আগে ‘মৌসম’, ‘সাত্তে পে সাত্তা’, ‘দুরিয়া’, ‘হকিকত’, ‘আহিস্তা আহিস্তা’ ছবিতে তাঁর ভারী কণ্ঠ শ্রোতামহলে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছিল ৷ প্রয়াত ভূপিন্দর সিং’য়ের জনপ্রিয় বলিউড ট্র্যাকগুলির মধ্যে ‘হোকে মজবুর মুঝে’, ‘উসনে বুলায়া হোগা’, ‘দিল ঢুন্ডতা হ্য়ায়’, ‘দুখি পে দুখি হো ইয়া সাত্তে পে সাত্তা’ উল্লেখযোগ্য ৷ পাশাপাশি তাঁর নিজস্ব মিউজিক অ্যালবামও প্রয়াত শিল্পীর জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*