অস্কার দৌড়ে নেই নিউটন

নিজস্ব প্রতিবেদনঃ এক চুলের জন্য হল না। অস্কারের সেরা ছবির দৌড় থেকে ছিটকে গেল নিউটন। তবে এই প্রক্রিয়ায় অনেকদূরই পৌছাতে পেরেছিল এই ছবি। কিন্তু শেষমুহুর্তে একটুর জন্য হল না। কিন্তু ছবির পরিচালক এতে ভেঙে পড়েননি. পরিচালক অমিত মাসুরকার জানিয়েছেন, অস্কার হল অলিম্পিকের মতো, বিশ্বের সেরাদের সঙ্গে লড়াইটা হয়. আমরা শেষ অবধি টিকে থাকতে পারিনি কিন্তু সেরাদের ভালোরকম প্রতিযোগিতায় ফেলেছিলাম। সুতরাং ব্যর্থতার কোনও জায়গাই নেই। এদিকে ছবির মুল চরিত্র এবং অভিনেতা রাজকুমার রাও জানিয়েছেন, অস্কার হাতছাড়া হওয়ায় একটু খারাপ তো লাগছেই, কিন্তু ছবির সাফল্যে তিনি গর্বিত। বলিউডের খানদের রাজত্বে এই ছবি বক্স অফিসে আহামড়ি কিছু করে উঠতে পারেনি ঠিকই, কিন্তু সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সকলেই এই ছবিকে আন্ডারডগের তকমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত অনেক ছবিকে পাশ কাটিয়ে বিদেশী ভাষার ছবির বিভাগে অস্কার মনোনয়নের জন্য নির্বাচিত হয় এই ছবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*