দেশে ২য় মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই : সুদীপ

সুদীপ বন্দ্যোপাধ্যায়- সংসদীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ নাম। তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা তিনি।সামলেছেন লোকসভায় তৃণমূলের চীফ হুইপ সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভায় তিনবার, বিধানসভায় চারবার জিতেছেন তিনি।কলকাতা উত্তর মানে মানুষ বোঝেন সাবেকিয়ানা, ঐতিহ্য। আর তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এর নাম। তবে শুধু রাজ্যের গন্ডির মধ্যে তাঁর নাম সীমাবদ্ধ নয়। দিল্লীর রাজনৈতিক জগতে এক উল্লেখযোগ্য নাম সুদীপ। নোটবন্দী হোক বা জিএসটি সংসদে তাঁর ক্ষুরধার বক্তৃতায় সরকার কে দোষ চোখে আঙুল দিয়ে দেখানোয় সিদ্ধহস্ত তিনি। তাইতো তাঁকে বিপদে ফেলার চেষ্টা করে বিজেপি। কিন্তু বিরোধীদের সব কুৎসা অপপ্রচার ব্যর্থ করে এবারেও কলকাতা উত্তর  কেন্দ্রের প্রার্থী তিনি। মূল প্রতিপক্ষ  বিজেপির রাহুল সিনহা ইতিমধ্যেই’ হেরো রাহুল’ বলে পরিচিত। উত্তরের মানুষ শুধু যে ট্র‍্যাডিশন বজায় রেখে সুদীপকে ভোট দেবেন তাই নয়, এলাকার উন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা মনে  রেখে জোড়াফুলে ভোট দেবেন বলে রাজনৈতিক মহলের ধারণা। শ্যামপুকুরে এক প্রতিনিধি সভায় নিজের জয়ের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট দেখালো তাঁকে। পাশাপাশি দূরদর্শি সুদীপ অকপটে বললেন দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই।  সেই মহিলা প্রধানমন্ত্রীর নাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তা বলাই বাহুল্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*