দেশজুড়ে গেরুয়া ঝড়ের দাপট; দেখুন লাইভ আপডেট!

ছবি- (এএনআই)

রাজ্যের ৫৮টি ভোট গণনাকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ৷ কাউন্টিং অবজার্ভারের সংখ্যা বাড়ানো হয়েছে ৷  ১৪৪ থেকে বেড়ে ১৫৫ কাউন্টিং অবজার্ভার রাখা হয়েছে ৷ ভোটগণনায় এত অবজার্ভার এই প্রথম ৷ ৪টি গণনা হলের দায়িত্বে আছেন একজন অবজার্ভার ৷ আগে ইভিএম গণনা হবে ৷ তারপর মেলানো হবে ভিভিপ্যাটের স্লিপ ৷ ১টি বিধানসভার ৫টি বুথের ভিভিপ্যাট গণনা করা হবে ৷ পাশাপাশি, ১টি লোকসভার ৩৫টি ভিভিপ্যাট গোনা হবে ৷ রাজ্যে ভোটগণনায় ২৫ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে ৷

আজ ভোটগণনা কেন্দ্রগুলির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Stay on this page for continuous updates >

Live Updates

টুইটারে নামের আগে ‘চৌকিদার’ লেখা সরালেন নরেন্দ্র মোদী।

“ইভিএমে নয়, র‍্যাগিং হয়েছে মানুষের মনে”- আসাদ উদ্দিন ওয়েইসি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির কর্মী-সমর্থকদের অভিনন্দন জানালেন প্রিয়াঙ্কা গান্ধী।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন, আবুধাবির যুবরাজ।

দেশবাসী তথা দলের কর্মী-সমর্থকদের টুইট করে শুভেচ্ছা জানলেন নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন।

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী।

পাঞ্জাবের গুরুদাসপুরে কর্মী-সমর্থকদের সঙ্গে সানি দেওল।

আনন্দে ভাসলো পাটনার বিজেপি কর্মী সমর্থকরা।

বেঙ্গালুরুতে বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক।


ওয়াইনাডে আনন্দ, উৎসবে মাতলো কংগ্রেসের কর্মী-সমর্থকরা।


দুবাইতে বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনা।

অস্ট্রেলিয়ার পার্থে বিজেপি সমর্থকদের উল্লাস, উদ্দীপনা।

ফোন করে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।


“কী ভাবে দলকে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আমরা পর্যালোচনা করবো”- মল্লিকার্জুন খাড়গে

অন্ধ্রপ্রদেশের জগন মোহন রেড্ডি এবং ওডিশার নবীন পট্টনায়েককে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন লালকৃষ্ণ আডবানি।

দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে এলেন অমিত শাহ। কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

ওয়াইনাড থেকে ৭ লক্ষ ৯০ হাজার ভোটে এগিয়ে রাহুল গান্ধী।

অনন্তনাগ থেকে পরাজিত হলেন মেহবুবা মুফতি।

দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে উৎসবের মেজাজ।

মোদী ও অমিত শাহকে শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

“আমি জনগণের রায়কে স্বাগত জানাচ্ছি”- শরদ পাওয়ার

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী।

৩৪৪ টি আসনে এগিয়ে এনডিএ জোট, ৯০টি আসনে এগিয়ে ইউপিএ, অন্যান্য ১০৮।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি টুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদীকে।


গান্ধীনগরে অমিত শাহ ৫ লক্ষ ১১ হাজার ১৮০ ভোটে এগিয়ে।

মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের রাজাও।

মোদীকে শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফোন করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদীকে।

চীনের প্রধানমন্ত্রী জিনপিং শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদীকে।

শ্রীনগরে জয়ী ফারুখ আবদুল্লাহ।

রাহুল গান্ধীর বাসভবন থেকে বেরোলেন সোনিয়া গান্ধী।

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

৩০ মে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করতে পারেন ওয়াই. এস জগমোহন রেড্ডি, জানালেন ভেঙ্কটেশওয়ারলু।

“মানুষ মোদীজিকে ভালোবেসে আরও একবার দেশের দায়িত্ব তুলে দিয়েছেন”- হেমন্ত বিশ্ব শর্মা

মহারাষ্ট্রে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের ছবি।

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

রাজস্থানের জয়পুরে বিজেপি পার্টি অফিসের বাইরে উৎসবে মাতলো দলের কর্মী-সমর্থকরা।

আজই ইস্তফা পত্র পেশ করতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু।

দেশ জুড়ে ১১টি আসনে জয়ী বিজেপি। ১টিতে কংগ্রেস।

গুজরাতের ২৬টি আসনেই এগিয়ে বিজেপি।

অন্ধ্রপ্রদেশে ১৪৯ আসনে এগিয়ে YSRCP, টিডিপি ২৫টি আসনে এগিয়ে এবং জনসেনা ১টি আসনে এগিয়ে রয়েছে।

ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি।

হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে ৮৫ হাজার ভোটে এগিয়ে আসাদউদ্দিন ওয়েইসি।

সোলাপুরে এগিয়ে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে।

বারামতি থেকে এগিয়ে এনসিপি প্রার্থী সুপ্রিয়া সুলে।

আজ বিকেলে বিজেপির সংসদীয় দলের বৈঠক। দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সঙ্গে বিকেল ৫.৩০ টায় দেখা করতে আসবেন নরেন্দ্র মোদী।

আনন্দ, উৎসবে মাতলো অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নের বিজেপি সমর্থকরা।

ওডিশার কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী জয় পান্ডা।

“আমার জয় নিশ্চিত”- প্রজ্ঞা ঠাকুর

পুরী লোকসভা কেন্দ্র থেকে ৭০০ ভোটে এগিয়ে বিজেপির সম্বিত পাত্র।

মধ্যপ্রদেশের গুনা লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

গান্ধীনগরে বাড়ির সামনে সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন।

আমেঠিতে ৭হাজার ৬০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

মধ্যপ্রদেশে ২৯টি আসনের মধ্যে ২৮টিতেই এগিয়ে বিজেপি। ১টিতে এগিয়ে কংগ্রেস।

দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাড়ি থেকে বেরোলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

তিরুভনন্তপুরমে ১৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে কংগ্রেসের শশী থারুর।

উত্তর ভারতে ৩০০-এরও বেশি আসনে এগিয়ে এনডিএ।

চেন্নাইয়ে ডিএমকের প্রধান কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।


দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ের বাইরে আঁটোসাঁটো হলো নিরাপত্তা।

উত্তরপ্রদেশে বেশীরভাগ আসনেই এগিয়ে বিজেপি।

উত্তরপ্রদেশের রামপুর থেকে পিছিয়ে জয়া প্রদা।

চাঙ্গা হলো শেয়ার বাজার। প্রথমবার ৪০ হাজারে পৌঁছলো সেনসেক্স ৷ 

এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ২৯৫টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ৫১টি আসনে।

আমেঠিতে ৪৩ হাজার ভোটে এগিয়ে স্মৃতি ইরানি।

গান্ধীনগরে অমিত শাহের জয় এখন শুধু সময়ের অপেক্ষা।

দেশের ৫৪২টি আসনের মধ্যে ৩২৫টি আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ইউপিএ এগিয়ে ৮৫টি আসনে। অন্যরা ১২৩টি আসনে এগিয়ে।

দেশজুড়ে গেরুয়া ঝড়ের দাপট অব্যাহত।

গুজরাতের গান্ধীনগর থেকে ১ লক্ষ ২৫ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ।

অনন্তনাগে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স। মেহবুবা মুফতি এখন ৩ নম্বরে।

বেগুসরাইয়ে অনেকটা পিছিয়ে বাম প্রার্থী কানহাইয়া কুমার।  

ছত্তিশগড়ে ১১টি আসনের মধ্যে বিজেপি ৯টি এবং কংগ্রেস ২টি আসনে এগিয়ে।

মুম্বইয়ের ৬টি আসনেই এগিয়ে বিজেপি-শিবসেনা।

বেঙ্গালুরুতে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমর্থকদের উল্লাস।

জয়পুর রুরাল থেকে এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজবর্ধন রাঠোর।

বার্মার কেন্দ্রে এগিয়ে কংগ্রেস নেতা মানবেন্দ্র সিং।

‘আব কি বার, ৩০০ পার’- মনোজ তিওয়ারি

৫০ হাজার ভোটে ওয়াইনাডে এগিয়ে রাহুল গান্ধী।

দিল্লির ৭টি আসনেই এগিয়ে বিজেপি।

রায়বরেলিতে পিছিয়ে সোনিয়া গান্ধী।

অরুণাচলপ্রদেশে ৭টি আসনে এগিয়ে বিজেপি।

ওডিশায় ১৪৬টি আসনের মধ্যে বিজু জনতা দল ১৬টিতে এগিয়ে। ৭টিতে এগিয়ে বিজেপি।

কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম তামিলনাড়ুর শিবগঙ্গাই কেন্দ্র থেকে এগিয়ে।

দেশজুড়ে গণনায় এগিয়ে বিজেপি।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ।

অন্ধ্রপ্রদেশে ১টি আসনে এগিয়ে জনসেনা দল।

বারানসী থেকে ২০ হাজার ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী।

গুজরাতের গান্ধীনগর থেকে ৫০ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ।

অন্ধ্রপ্রদেশে ৩৫টি আসনে এগিয়ে YSRCP। তেলেগু দেশম পার্টি ৬টি আসনে এগিয়ে। মোট আসন ১৭৫।

শ্রীনগর থেকে এগিয়ে ফারুখ আবদুল্লাহ।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুর থেকে এগিয়ে।

জেডি (এস) নেতা নিখিল কুমারাস্বামী কর্ণাটকের মান্ড্য কেন্দ্র থেকে এগিয়ে আছেন।

পাটনা সাহিবে এগিয়ে বিজেপির রবি শঙ্কর প্রসাদ। পিছিয়ে শত্রুঘ্ন সিনহা।

চাঁদনি চক, উত্তর পশ্চিম দিল্লি, দক্ষিন দিল্লি এবং পশ্চিম দিল্লি লোকসভা আসনের ৭টির মধ্যে ৭টিতেই এগিয়ে বিজেপি।

আমেঠিতে পিছিয়ে রাহুল, ওয়ানাডে এগিয়ে।

সুলতানপুর থেকে এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী।

রায়বরেলী থেকে এগিয়ে সোনিয়া গান্ধী।

পিলিভিটে এগিয়ে বরুণ গান্ধী।

২৪ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ।

২২৯ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৫৬টি আসনে এগিয়ে।

পুদুচেরিতে এগিয়ে কংগ্রেস।

তামিলনাড়ুর দিন্দিগুল ও কুড্ডালোরে এগিয়ে ডিএমকে।

১১ হাজার ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী।

৬০০-এরও বেশি পয়েন্ট বাড়লো সেনসেক্স।

গুলবার্গে এগিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

বেঙ্গালুরু সাউথ থেকে এগিয়ে বিজেপি প্রার্থী তেজস্বী সূর্য।

বেগুসরাইয়ে পিছিয়ে কানহাইয়া কুমার। এগিয়ে বিজেপির গিরিরাজ সিং।

তেলাঙ্গানার ১৭টি আসনের মধ্যে ১০টি আসনে এগিয়ে TRS । দুটি আসনে বিজেপি এগিয়ে।

কর্নাটকের ২৫টি আসনের মধ্যে ২০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এবং JD(S) জোট এগিয়ে ৫টি আসনে।

দেশের ৫৪২ আসনের মধ্যে ২০৩টিতে এগিয়ে NDA । আর কংগ্রেস এগিয়ে ৬৯ আসনে।

রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ২২টি আসনে এগিয়ে বিজেপি। একটি আসনে এগিয়ে কংগ্রেস।

কেরালার ওয়াইনাড আসনে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী।

গুজরাতের ২৬টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি।

উত্তরপ্রদেশের ৩৬টি আসনে এগিয়ে বিজেপি।

মধ্যপ্রদেশে 16টি আসনে এগিয়ে BJP । আর 5টি আসনে এগিয়ে কংগ্রেস

গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে অমিত শাহ।

পিছিয়ে গেলেন জয়াপ্রদা।

আজমগড়ে এগিয়ে অখিলেশ যাদব।

রায়বেরিলিতে এগিয়ে সোনিয়া গান্ধী।

আমেঠিতে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

বারাণসীতে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেগুসরাইয়ে পিছিয়ে রয়েছেন কানহাইয়া কুমার।

এগিয়ে রয়েছেন গিরিরাজ সিং।

ভোপালে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা।

আমেঠিতে পিছিয়ে রাহুল।

ওয়ানাড থেকে এগিয়ে রাহুল গান্ধী।

আমেঠি থেকেও এগিয়ে রাহুল গান্ধী।

বারানসী থেকে এগিয়ে নরেন্দ্র মোদী।

গান্ধীনগর থেকে এগিয়ে অমিত শাহ।

তিরুঅনন্তপুরম থেকে এগিয়ে শশী থারুর।

পোস্টাল ব্যালটে গণনা।

৭৬টি আসনে এগিয়ে এনডিএ জোট, ৩৩টি আসনে ইউপিএ জোট, অন্যান্য ৯টি।

৪২ টি আসনে এগিয়ে এনডিএ জোট, ২০ টি আসনে এগিয়ে ইউপিএ জোট, ২টি অন্যান্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*