নোট বাতিল ও জিএসটি প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদি

ছবি সৌজন্যে- এএনআই

লোকসভা নির্বাচনের আগে নোট বাতিল প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদি। বছরের প্রথম দিনই তিনি জানালেন, নোট বাতিলের সিদ্ধান্ত হঠাৎ নয়। কালো টাকা ব্যাঙ্কে জমা দিতে বলা হয়। একবছর আগেই জমা দিতে বলেছিলাম। অনেকে ভেবেছিলেন, মোদি অন্যদের মতো! সেকারণে অনেকেই কালো টাকা জমা দেননি!

২০১৬ সালের ৮ নভেম্বর। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ৫৫ মিনিটের ভাষণ। গোটা দেশ তোলপাড়। ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত মোদি সরকারের। রাতারাতি সাদা কাগজে পরিণত হয় দেশের মানুষের পকেটে ও ঘরে থাকা বড় নোট ৷ এটিএম, ব্যাঙ্কেও বসে নিয়ন্ত্রণ। প্রতিশ্রুতি, মাত্র ৫০ দিনের মধ্যে কালো টাকা মুক্ত হবে অর্থনীতি।

৫০ দিনের মধ্যে মধ্যপ্রদেশ-ছত্তিশগড় থেকে প্রকাশ্যে আসে প্রায় ১৫ কোটি কালো টাকা। এরমধ্যে আয়কর বিভাগ বাজেয়াপ্ত করে ৫ কোটি টাকা ৷ পাশাপাশি দুটি রাজ্যে পুলিশ প্রায় ১২টি মামলায় ১০ কোটি টাকা উদ্ধার করে ৷

নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে কালো টাকা উদ্ধারে চিরুনি তল্লাশি চালায় আয়কর বিভাগ, অপরাধদমন শাখা। বিমানবন্দরে তল্লাশিতে বসে বডি স্ক্যানার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় প্রচুর সংখ্যক নতুন ও পুরনো নোট।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে ইনকাম ট্যাক্স, সিবিআই, দুর্নীতিদমন শাখা একযোগে অভিযান চালায় দেশ জুড়ে। কখনও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক, কখনও ব্যবসায়ী, কখনও হাওয়ালা কারবারির কাছ থেকে উদ্ধার হয় কোটি কোটি হিসাব বহির্ভূত টাকা।

৮ নভেম্বর, ২০১৭ ! ঐতিহাসিক সেই সিদ্ধান্তের বর্ষপূর্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে ১২৫ কোটি ভারতীয়কে ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

পাশাপাশি এদিন ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিতর্কিত নানা বিষয় নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাদ গেল না GST -র প্রসঙ্গও ৷ GST চালু হওয়ার পর বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেছিল ৷ এটিকে আদৌ ভালোভাবে নেননি যে নরেন্দ্র মোদি তা সাফ বুঝিয়ে দিলেন ৷ তিনি বলেছেন যার যেরকম ভাবনা সে সেভাবেই বলে ৷ তিনি এও জানিয়েছেন GST সর্বসম্মতিতে পাস হয়েছে ৷

মোদি জানিয়েছেন GST লুকোনো কর নেওয়ার বিষয়টিকে একেবারে মুছে ফেলেছে ৷ তিনি আরও বলেছেন GST নিয়ে সিদ্ধান্ত একা কেন্দ্র সরকার নেয় না ৷ এই সিদ্ধান্ত GST কাউন্সিল নেয় ৷ যার মধ্যে কেন্দ্র , রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশের সরকার রয়েছে ৷ ৫ টি পর্যায়ের স্ল্যাবে এই বিষয়টিকে করা হবে ৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*