রাজ্যের মিড-ডে মিল প্রকল্পের প্রশংসায় কেন্দ্র! মোদি সরকারকে আক্রমণ তৃণমূলের

রাজ্যে মিড-ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল কেন্দ্রের তরফে। এ বার সেই কেন্দ্রীয় সরকারই একটি বৈঠকে রাজ্যের মিড-ডে মিল প্রকল্পের প্রশংসা করল। এ কথা সমাজমাধ্যমে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রীয় দলের অপপ্রচার এবং বিরোধী কুৎসা’ আরও এক বার ভুল প্রমাণিত হল। বিকাশ ভবন সূত্রে খবর, সর্বশিক্ষা অভিযানের খাতে রাজ্যকে ৪৮৫ কোটি টাকা পাঠাচ্ছে কেন্দ্র। ‘রুটিন’ মেনেই পাঠানো হচ্ছে টাকা।

শুক্রবার ব্রাত্য এক্সে লিখেছেন, ‘‘বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড-ডে মিল প্রকল্প এবং তা চালানোর মডেলের ভূয়সী প্রশংসা করা হয়েছে।’’ এর পরেই ব্রাত্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নের মডেল আরও এক বার প্রমাণিত হল। গত নভেম্বরে বিজেপি দাবি করেছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যে মিড ডে মিলে অনিয়মের অভিযোগ নিয়ে ‘সিবিআই তদন্তের সুপারিশ’ করেছেন। তা নিয়ে চলেছিল চাপানউতর। এ বার সেই প্রসঙ্গ তুলে সরব হয়েছেন ব্রাত্য। এক্সে লিখেছেন, ‘‘কিছু দিন আগের কেন্দ্রীয় দলের অপপ্রচার এবং বিরোধী কুৎসা আবার এক বার ভুল প্রমাণিত হল! অশোকস্তম্ভের নীচের লেখাটাই আবার প্রমাণিত হল। সত্যমেব জয়তে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*