নির্বাচন জিততে সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপিঃ মানিক সরকার

নির্বাচনে জিততে সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে এই ভাষাতেই বিঁধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর মতে ভোটে জেতাটাই বিজেপির কাছে বড় ব্যাপার। তারজন্য যে কোনও ধরণের পদক্ষেপ তারা নিতে পারে। সেই পদক্ষেপের অংশ হিসেবে এবার জঙ্গিদের সাথে সমঝোতায় এসেছে বিজেপি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রাজ্যের ডুকলি এলাকায় এক জনসভায় মানিক সরকার বলেন, পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি-র সঙ্গে হাত মেলানোর অর্থ সন্ত্রাসবাদীদের সাথে হাত মেলানো। কিন্তু বিজেপির সেই মূল্যবোধ নেই।

গেরুয়া ঝড়ে ত্রিপুরায় কংগ্রেসের অবস্থা বেশ করুণ। দলের নয় বিধায়কের মধ্যে ছয়জনই এখন বিজেপিতে। আরও একজন বিজেপি শিবিরে নাম লিখিয়ে এখনো কাগজে-কলমে অবশ্য কংগ্রেসেই রয়ে গেছেন। তবে জেতার ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী৷ তাঁর বক্তব্য কোনও জোটই ত্রিপুরা থেকে বামেদের সরাতে পারবে না৷ যদিও সমীক্ষা বলছে, ত্রিপুরায় মানিক সরকারের দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। ফলে এই রাজ্যে ভোটের লড়াই ক্রমশ জমে উঠতে চলেছে বলেই ওয়াকিবহাল মহলের মত।

প্রসঙ্গত, ১৪ই ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন আর গণনা ৩রা মার্চ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*