উত্তরপ্রদেশে ৪০ টাও আসন পাবে না বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে শনিবার শিলিগুড়িতে নির্বাচনী জনসভা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘাযতীন পার্কে এই জনসভার আয়োজন করা হয়। দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল দার্জিলিঙে ভোটগ্রহণ হবে।

এদিন মমতা বলেন, গেরুয়া কারা? যাঁরা স্যাক্রিফাইস করে। এরা কারা? সৃষ্টিছাড়া, বাঁধনছাড়া। ভিতরে কালো আর বাইরে গেরুয়া। সবাই নিজের ধর্ম নিজের পালন করেন। পাশাপাশি এদিন মমতা বলেন, কী দিইনি শিলিগুড়িকে? কী দিইনি উত্তরবঙ্গকে? রেলমন্ত্রী থাকার সময় রেলওয়ে রিক্রুটমেন্ট তৈরি করে দিয়েছি। দার্জিলিঙের সেন্ট্রাল মোড়ের ফ্লাইওভার তৈরি করার চেষ্টা করছি। জমি দিয়েছি। তবে কেন্দ্রের টালবাহানায় তা হচ্ছে না। বাগডোগরায় রাতে বিমান নামত না। আমরা 26 একর জমি দিয়ে তা করে দিয়েছি। ৩০০ টি ITI করে দিয়েছি। ITI থেকে চাকরি দেওয়া হয়েছে। আর কী চাই? ২০১৭-১৮ সালে দেশে ২ কোটি মানুষ চাকরি হারয়িছেন। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। আমরাই উইনার, আমরাই রানার্স।

মমতা আরও বলেন, আমরা নতুন জেনারেশনকে তৈরি করছি। তোমরাই দেশ গড়বে। তোমরাই দেশ বাঁচাবে। তোমরা আগে এগিয়ে যাও। তোমরাই দেশ, রাজ্য, পরিবার সামলাবে। আমি উৎকর্ষ বাংলা নতুন জেনারেশনকে উৎসর্গ করতে চাই। যাতে আগামীদিন বাংলা সবাইকে পথ দেখাতে পারে। মমতা জানান, আমিও অনেক রাজ্যে লড়তে পারতাম। আমায় অনেকে বলেছিল, আপনি লড়তে পারেন। তৃণমূল তো জাতীয় দল। আমি চাইলে উত্তরপ্রদেশে লড়তে পারতাম। তবে যেখানে যে শক্তিশালী তার ভোট কাটতে চাই না। তৃণমূল বাংলার মাটিতেউ ভূমিষ্ঠ হয়েছে। আর ছোটো শিশু আজ দামাল হয়ে বলছে দেশ সামলাবে। মোদী সরকার আসার পর থেকে কী অত্যাচার হয়েছে তা ভাবতে পারবেন না। নোটবাতিলের নাম করে লক্ষ্মীর ঝাঁপি লুটেছেন।  

তৃণমূল নেত্রী এদিন আরও বলেন, কয়েকটা আরএসএস-এর লোক রয়েছে। হাতে নিয়েছে ডান্ডা, সঙ্গে রয়েছে কিছু গুণ্ডা, দেশকে করতে চায় ঠান্ডা। এরা রামকৃষ্ণ মিশনকে পাত্তাও দেয় না। এরা এত মিথ্যা কথা বলে! আমি মিথ্যা কথা বলতে গেলে আমার বিবেকে লাগে। বলতে পারি না। বলে দুর্গাপুজো হয় না। বলে লক্ষ্মীপুজো হয় না। ও জানে, লক্ষ্মীপুজোর মন্ত্র? কে তুমি হরিদাস?

মমতা বলেন, উত্তরপ্রদেশে ৪০ টাও আসন পাবে না। সে না কি সরকার গড়বে? একটা ভোট দিয়ে বিজেপিকে গেঁথে দেব। বামকর্মীদের বলছি, আমাদের ভোট দিন। সিপিআই(এম)-কে ভোট দিলে বিজেপি শক্তিশালী হবে। কংগ্রেস কর্মীদের বলছি, কংগ্রেস ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও বলেন, NRC করবে বাংলায়? রসগোল্লা খাওয়াব আর NRC করাব! এসো না। মমতা বলেন, এবার দার্জিলিঙে জিততে হবে। দার্জিলিং থেকে দিল্লি জিততে চাই। দার্জিলিং টু দিল্লি।

এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

দেখুন ভিডিও!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*