বৃহস্পতিবার ১১০টি পুজোর উদ্বোধন করলেন মমতা

একদিনে ১২ জেলা ১১০ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ১২ টি জেলার ১১০ টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সভাঘর থেকে উদ্বোধন শুরু হয়েছিল বুধবার। ওইদিন উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে, মুর্শিদাবাদে পুজোর ভার্চুয়াল সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর এদিন বাকি জেলাগুলোর পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন শঙ্খ বাজিয়ে রাজ্যের কার্যত সব পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি এদিন ভার্চুয়াল উদ্বোধন মঞ্চ থেকেই তিনি পাঁচজন হকারকে দু হাজার টাকা করে সহায়তা তুলে দেন পুজোর আগেই কলকাতার ৬৮ হাজার এবং জেলার ৩২ হাজার হকারের হাতে এই পরিমাণ সহায়তা তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এদিন উদ্বোধনের মঞ্চ থেকে তিনি করোনা নিয়ে মানুষকে সতর্ক করেন। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে তিনি আবারও স্মরণ করিয়ে দেন। মানুষের সামান্য জ্বর হলেও ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দেন তিনি।

এরপর কলকাতার বোসপুকুর তালবাগান দুর্গোৎসব এবং বোসপুকুর শীতলামাতা সর্বজনীন দুর্গোৎসব, ২১ পল্লী সর্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*