ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক সেরে মিলন মেলায় মুখ্যমন্ত্রী

রফিকুল জামাদার : আজ ঝাড়গ্রামে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি কি বললেন মুখ্যমন্ত্রী—

সারা বছর কাজ করেন না, মিটিং-এর ৭ দিন আগে থেকে কাজ দেখতে শুরু করেন। এই জেলার পারফরম্যান্স খুব খারাপ। তাই আবার মিটিং করতে হচ্ছে।

ঝাড়গ্রামে কেন কাজ হচ্ছে না? ঝাড়গ্রাম জেলা আমার অগ্রাধিকারে আছে। ঝাড়গ্রামে ডিএম-এর মাথায় জগদীশ মিনাকে বসানো হলো। তাঁর নির্দেশ মতোই ডিএম-কে কাজ করতে হবে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সুপারভিসনের দায়িত্বও দেওয়া হলো জগদীশ মিনাকে।

এই জেলায় এত হাতির সমস্যা কেন? ফরেস্ট-এর লোকজন কাজ করে না? রাজ্য সরকারের পলিসি কেন কার্যকর করা হচ্ছে না। হাতি ঢোকার রাস্তা বন্ধ করতে হবে। স্থানীয় মানুষকে নিয়ে রাজ্য সরকারের পলিসি কার্যকর করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ কেন হচ্ছে না? এক মাসের মধ্যে নিয়োগের কাজ শেষ করতে হবে।

সিপিএম-বিজেপি জঙ্গলমহলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সবাইকে নজর রাখতে হবে। পাহাড়েও অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছিল। তবে পাহাড় এখন শান্ত।

এরপর প্রশাসনিক বৈঠক শেষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে মিলন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*