কীভাবে চোট লাগলো মমতার? আবারও পূর্ণাঙ্গ রিপোর্ট চাইলো কমিশন

১০ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের সময় যে ঘটনা ঘটেছে, তা নিয়ে নির্বাচন কমিশন রীতিমতো চিন্তিত । ওই দিনের ঘটনা নিয়ে আবারও পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে সেদিন কারা ছিলেন তাঁদের সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । রিপোর্ট তৈরি হবে রাজ্যের মুখ্য সচিবের পৌরহিত্যে । বুধবারের মধ্যেই এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

ইতিমধ্যেই দু’বার রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে । কমিশন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে নিয়ে এসেছেন নতুন নিরাপত্তা অধিকর্তা যশোবন্ত সিংহকে । পাশাপাশি সরানো হয় পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপারকে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*