“১২০০ পুজোর উদ্বোধন করেছি, এটা রেকর্ড”: নিজেই জানালেন মমতা

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কলকাতার শারদোৎসব ইউনেসকোর স্বীকৃতিও পেয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্গাপুজোগুলি বছর বছর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এবার পায়ে চোটের কারণে মুখ্যমন্ত্রী বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন। কলকাতা ও জেলা মিলিয়ে মোট কতগুলি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে হয়েছে জানেন?

সোমবার সন্ধেয় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বললেন, “যেহেতু আমার পায়ে চোট ছিল, তাই ভার্চুয়াল পুজোর উদ্বোধন করেছি। তাও ১২০০ পুজোর উদ্বোধন করেছি, এটা রেকর্ড।”  কলকাতার বড় বড় থিম পুজোর পাশাপাশি জেলার পুজোগুলিও যে আলাদা জায়গা করে নিয়েছে মানুষের মনে, সে কথাও আজ উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। জেলার বিভিন্ন পুজোর মণ্ডপসজ্জা থেকে শুরু করে থিম দেখে মুগ্ধ মমতাও। বললেন, “জেলার প্রতিটি প্যান্ডেল আমি আমার চোখ দিয়ে দেখেছি। আমি ববি-অরূপদের বলছিলাম, এবার কী থিম হবে তোমাদের! সব থিম ওরা নিয়ে নিয়েছে।” মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতার বড় বড় পুজো কমিটিগুলির থিম নিয়ে গবেষণাকে এবার জেলার পুজো ফেল করিয়ে দিয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতি বছর কলকাতার ও জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন হয়। প্রতি বছর কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো সশরীরে হাজির থেকে উদ্বোধন করেন তিনি। জেলার পুজোগুলির উদ্বোধন হয় ভার্চুয়ালিই। তবে এবার শারীরিক অসুস্থতার কারণে কলকাতা ও জেলা উভয়ক্ষেত্রেই ভার্চুয়ালিই পুজোর উদ্বোধন করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*