নবান্নের ডেঙ্গি বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর!

ডেঙ্গি নিয়ে রাজ্যের উদ্বেগ কমছে না। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছে নবান্ন। আজ শনিবার জেলাশাসক থেকে শুরু করে জেলাস্তরের ডেঙ্গি আধিকারিক ও হাসপাতাল সুপারদের নিয়ে বৈঠক হয়। একাধিক দফতরের সচিবরাও এদিন উপস্থিত ছিলেন বলে খবর। শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে সশরীরে সেখানে হাজির হতে না পারলেও বৈঠক শুরুর কিছু সময়ের মধ্যেই হঠাৎ করেই ফোন মারফত যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সাফ জানান, আর একটা মৃত্যুও যাতে না হয় সেইদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।

কলকাতায় ডেঙ্গি বাড়ছে। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন গত সপ্তাহে ৯৭০টির ডেঙ্গির খবর পাওয়া গেছে। জেলায় জেলায় দাপট বাড়ছে। অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালীপনায় আগামী সপ্তাহের মঙ্গল বুধবার পর্যন্ত এইরকম বৃষ্টির মরসুম চলবে। সেক্ষেত্রে বর্ষার স্থায়িত্ব যত বাড়বে ততই ডেঙ্গির মশা সক্রিয় থাকবে। তাই এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কড়া নির্দেশ দিলেন আধিকারিকদের।

আজ কী বললেন মুখ্যমন্ত্রী?

আর কোনও ভাবেই যাতে ডেঙ্গিতে মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা ধরে কাজ করতে হবে।

বাড়ি বাড়ি নিয়ে নজরদারি করতে হবে।

হটস্পট এলাকায় ডেঙ্গি আটকাতে বিশেষ পদক্ষেপ।

হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোয় গাফিলতি নয়।

রাজ্যে দুর্যোগের আবহে নবান্নে কন্ট্রোল রুম খুলতে হবে।

ডিভিসি ও ঝাড়খন্ড থেকে যে জল ছাড়া হচ্ছে প্রতিনিয়ত তার নজরদারি করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*