পাঞ্জবের স্বর্ণ মন্দিরে যাওয়ার আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী

পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যাওয়ার আমন্ত্রন পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানিয়েছেন অমৃতসরের স্বর্ণমন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি দল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি যাবেন।

সোমবার বিধানসভায় এসেছিলেন পাঞ্জাবের অমৃতসর স্বর্ণমন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন জ্ঞানী রখবীর সিং, আকাল তখৎ এবং দরবার সাহিব। তাঁরা কলকাতায় এসেই মুখ্যমন্ত্রীকে স্বর্ণমন্দিরে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন বলে আজ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিখ সম্প্রদায়ের সকলকে শুভকামনা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পাঞ্জাবের সঙ্গে বাংলার সম্পর্ক খুব ভালো। এবং পুরনো সম্পর্ক। বাঙালি এবং পাঞ্জাবিদের মধ্যে সৌহার্দ্য বরাবরই ছিল। স্বর্ণমন্দির কর্তৃপক্ষের থেকে এই নিমন্ত্রণ পাওয়া গর্বের বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*