রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বাড়ালেন মমতা

বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই মঞ্চ থেকেই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১ জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এই বর্ধিত হারে ডিএ পাবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যে চলছে দীর্ঘ আন্দোলন। তার মধ্যেই মমতার এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই ৪ ঘোষণায় খুশি নন আন্দোলনকারীদের একটা বড় অংশ।

এদিন মমতা বলেন, “১ জানুয়ারি,২০২৪ থেকে সব সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্ধিত হারে ডিএ পাবেন।” সেই সঙ্গে মমতা এও উল্লেখ করেছেন যে এই মহার্ঘ ভাতা দিতে বাধ্য নয় রাজ্য সরকার। রাজ্যের জন্য এটা ঐচ্ছিক বিষয়। তবে সরকারি কর্মীরা এত পরিশ্রম করেন, সে কথা ভেবেই ডিএ বৃদ্ধি করা হচ্ছে। ডিএ সংক্রান্ত মামলাতেও রাজ্য বারবার আদালতে দাবি করেছে যে এই ভাতা বাড়াতে বাধ্য নয় তারা।
এদিন মমতা ব্যাখ্যা করেন, রাজ্যের পে কমিশন আছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস সংক্রান্ত নিয়মের তফাৎ আছে। তা সত্ত্বেও রাজ্য কর্মীদের কথা ভেবে মাঝে মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এই বৃ্দ্ধির জন্য রাজ্যের ২ হাজার ৪০০ কোটি টাকা খরচ হবে বলে উল্লেখ করেছেন মমতা।

সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হল ১০ শতাংশ। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, মমতার এই ঘোষণায় তাঁরা আগ্রহী নন। কেন্দ্রের সঙ্গে এখনও ৩৬ শতাংশ ফারাক থেকে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের। অবিলম্বে সেটা পূরণ করার দাবি জানাচ্ছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*