সন্দেশখালিতে শাহজাহানকে টার্গেট করে ঢুকেছিল ইডি: মমতা

সন্দেশখালি ইস্যুতে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন সেই প্রসঙ্গে প্রথমবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে বিধানসভায় বিক্ষোভ করতে দেখা গিয়েছিল বিরোধী দলের বিধায়কদের। আজ বৃহস্পতিবার বিরোধী দলনেতা যখন সন্দেশখালিতে অবস্থানে বসে, তখন বিধানসভায় মমতা বললেন,  আরএসএস-এর শক্ত ঘাঁটি এই সন্দেশখালি। একসময় ওই এলাকায় দাঙ্গা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। এদিন তাঁর মুখে শোনা গিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের নামও।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “সন্দেশখালি আজকের নতুন নয়, ওখানে আরএসএস-এর একটা বাসা আছে। ৭-৮ বছর আগে ওখানে দাঙ্গা হয়েছিল। কতকগুলি দাঙ্গা-স্পটের মধ্যে এটাও একটা স্পট।” মুখ্যমন্ত্রীর আশঙ্কা, সরস্বতী পুজোয় যাতে গন্ডগোল হয়, সেই পরিকল্পনাও করা হয়েছিল। মমতা বলেন, “সরস্বতী পুজোয় আমরা শক্ত হাতে সব হ্যান্ডেল করেছি। নাহলে অনেক প্ল্যানিং ছিল।”

শেখ শাহজাহানের কথাও এদিন উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “টার্গেট ছিল শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ইডি ঢুকল। তারপরই সবাইকে বের করে দিয়ে ওখানে আদিবাসী-সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল।” মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তিনিই উদ্যোগ নিয়ে প্রশাসন পাঠিয়েছেন সন্দেশখালিতে। ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মমতার দাবি, বাইরে থেকে লোক এনে গন্ডগোল করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে একটা জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*