“বিজেপির টাকায় গুলি চালান!” নাম না করে নওশাদকে তোপ মমতার

আজ, সোমবার ছিল বিধানসভার ঘটনা বহুল একটি। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বক্তব্য রাখলেন বিভিন্ন ইস্যুতে। একইসঙ্গে আক্রমণ করলেন বিরোধীদের। তারই মাঝে এদিন ফের একবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী নাম না করে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে তোপ দাগেন। তিনি বলেন, “লজ্জা করে না বিজেপির টাকায় গুলি চালান।”
আগেও ভাঙড়ের হিংসা নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, এই বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “৭০ হাজার বাংলার পুলিশ ছিল। দিল্লির পুলিশ ছিল ৮০ হাজার। ৭১ হাজার বুথে ভোট হল, তিনটে জায়গায় গোলমাল হল। একটা ভাঙড়, যেখানে ওই হাঙররা গণ্ডগোল করেছে।” সোমবারও নাম না করে নওশাদকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “ভাঙড়ে তো আপনি হাঙর।”

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে বেশিরভাগই তৃণমূলের সমর্থক। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির ছিল আইএসএফের দিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*