ইউনাইটেড ইন্ডিয়া দেশে নতুন সরকার গড়বেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পিয়ালি আচার্য,

এটা কর্পোরেশন, বিধানসভা বা পঞ্চায়েতের নির্বাচন নয়, এটা দিল্লির লোসকভা নির্বাচন। এখানে একটাই স্লোগান মোদী হটাও দেশ বাঁচাও। আজ মেটিয়াব্রুজে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে নিয়ে এই কথা বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বললেন এই মোদী ভদ্রলোক সারাক্ষণ হিন্দু মুসলমান করে। বাঙালিতে বাঙালিতে, হিন্দুতে হিন্দুতে, হিন্দুতে মুসলিমে দাঙ্গা বাধাবার চেষ্ট করে। আসামের প্রসঙ্গ, মহারাষ্ট্র থেকে বাঙালীদের খেদাও প্রসঙ্গ এইগুলো তুলে ধরে তিনি বলেন, মোদীবাবু আসলে ঝুটা, লুটেরা, মিথ্যে কথা বলেন, দাঙ্গা ফাসাদ করেন। এই প্রধানমন্ত্রী সবসময় বিদেশে ঘুরে বেড়ান। চুপিচুপি পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নিলেন আর আমাদের নামে বলেন আমরা নাকি পাকিস্তানকে ভালোবাসি। তিনি বলেন, এরকম প্রধানমন্ত্রী দেখিনি। নরেন্দ্র মোদীর নামে সিনেমা, নমোর নামে কোর্ট, প্যান্ট, এরকম অভদ্র মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কখনও দেখিনি। উনি আর ওনার এক দোস্ত নাম না করাই ভালো (অমিত শাহের নাম) দুজন মিলে এসব করে বেড়াচ্ছেন।

তিনি মোদী আর শাহকে জগাই মাধাই বলেন। আর বাংলায় জগাই মাধাই বিদাই বলেছেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রণব মুখার্জির ছেলেকে জেতাতে আরএসএস মদত দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে একথা বলছি। আমরা তৃণমূল কংগ্রেস আমরা মাথা নোয়াইনা কারণ আমরা রবীন্দ্র নজরুলের দেশের লোক। বঙ্গভঙ্গ হতে দেননি রবীন্দ্রনাথ গান গেয়ে ছিলেন, “বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান”।  

নজরুল গেয়েছিলেন “দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার. লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার”! বিবেকানন্দ মুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে তামাক খেয়েছিলেন। এটাই বাংলার সংস্কৃতি। আর আামাকে বলে আমি নাকি সংখ্যালঘুদের তোষণ করছি। ওরা আসলে ডার্টি পলিটিক্স করে। বলে আমি নাকি দুর্গাপুজো,সরস্বতী পুজো  হতে দিইনা। আরে সংখ্যালঘুরাও তো আমার ঘরের ছেলে, ঘরের ভাই, আমি কোথায় তাদের তোষণ করলাম? তিনি বলেন আমি এই মুসলিম অধ্যুষিত জায়গাতে দাঁড়িয়ে শ্লোক পাঠ করতে পারি বলে তিনি শ্লোক পাঠ করেন। মমতা বলেন, আমি ভুলিনি যে আমি যখন আক্রান্ত হয়েছিলাম গার্ডেনরীচে আমার বুকে যখন গুলি মেরে দিতে যাচ্ছিল আফসার আলি তখন নিজের বুক পেতে দিয়েছিল। শানাওয়াজ আজ নেই, মোগল আজ নেই কিন্তু এরা নিজের জীবন বিপন্ন করে আমায় বাঁচিয়েছে৷ আমি কোনোদিন এগুলো ভুলবনা।

মমতা বলেন, এরা শিখলো কি করে? অভিষেকরা শিখলো কি করে? আমি ছোটবেলা থেকেই এদের রবীন্দ্র জয়ন্তী যেমন শিখিয়েছি নজরুল জয়ন্তীও তেমনই শিখিয়েছি। আমার এক ভাইপো তার ভিক্ষে মা বাবা হলো ববি হাকিম আর তার স্ত্রী। আর এরা এতো অভদ্র পার্টি যে পাঁচ বছরে নোটবন্দী করেছে, গ্যাসের দাম বাড়িয়েছে, কৃষক আত্মহত্যার মূলে এরা অথচ সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গণভোট করছে। কেন্দ্রীয় বাহিনী দেবার কি দরকার? রাজ্য পুলিশ থাকলে এতো ঝামেলা হতোনা৷ এরা তো ল’অ্যান অর্ডারও মানেনা৷ মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আগেই বলেছি ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’। ওরা ইচ্ছা করে ডায়মন্ড হারবারকে টার্গেট করেছে। টাকা দিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করেছে, চাওয়ালা থেকে হয়েছে চৌকিদার। ছোট বাচ্চা কাঁচ ভেঙে গেলে কাঁদে আর এ বুড়ো খোকা দেশ ভাঙছে। তিনি বলেন, আমি আমার জীবন দিতে তৈরী কিন্তু কখনও দেশকে ভাঙতে দেবনা। তাই চাইনা মোদী আসুক কারণ মোদী এলে দেশ জলে যাবে, জ্বলে যাবে। তাই রমজান মাসে কষ্ট হবে আপনাদের ভোট দিতে তবুও ভোটটা আপনাদের দিতেই হবে। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি এমন অসভ্য প্রধানমন্ত্রী দেখিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অনেকের সাথে কাজ করেছি এমন প্রধানমন্ত্রী দেখিনি৷ তিনি আরোও বলেন,আপনারা ভোট দেবেন আমরা সবাইকে নিয়ে নতুন সরকার গড়বো, ইউনাইটেড ইন্ডিয়া নতুন সরকার গড়বে। আমরা ২৩টা দল একসাথে মিটিং করেছি, নতুন সরকার হবে জনগনের সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*