বাংলায় সুস্থ হয়ে ওঠার হার জাতীয় গড়ের চেয়েও বেশিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে উঠার হার ৷ গত ১০ দিনে তা প্রায় ১০ শতাংশ বেড়েছে ৷ এমনটাই টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী টুইট করে জানালেন, বাংলায় গত ১০ দিনে সুস্থ হয়ে উঠার হার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে এটি জাতীয় গড়ের চেয়েও বেশি ৷ কোভিড যোদ্ধাদের কাছে কৃতজ্ঞ যারা এটি সম্ভব করেছেন ৷

তিনি ১০ দিনের পরিসংখ্যানও তুলে ধরেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে ,প্রতিদিন ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে সুস্থ হয়ে উঠার হার অর্থাৎ ২০ জুলাই সুস্থ হয়ে উঠার হার ছিল ৫৯.০১ শতাংশ৷ সেটা ৩০ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ৬৮.৩৩ শতাংশে ৷

এক সময় সুস্থ হয়ে উঠার হার ৬৫ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ কিন্তু সেই সংখ্যা দিন দিন কমতে শুরু করে ৷ ফলে সংক্রমণ কমাতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেয়৷ শুরু হয় সাপ্তাহিক লকডাউন ৷ সপ্তাহে এক দিন বা দু’দিন সম্পূর্ণ লকডাউন পালন করা হয় বাংলায়৷ যা আগামী ৩১ অগস্ট পর্যন্ত চলবে ৷

লকডাউন শুরু হতেই রাজ্যে বাড়তে থাকে সুস্থ হয়ে উঠার হার৷ যদিও মুখ্যমন্ত্রী কোভিড যোদ্ধাদের কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ বিশেষ করে যারা করোনা রোগীদের সুস্থ করে তুলছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*