কেরলের পর মধ্যপ্রদেশে জারি লকডাউন

কেরলের পর এবার মধ্যপ্রদেশেও জারি লকডাউন। ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে, জানিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, সংক্রমণ চেন বিচ্ছিন্ন করতে অবিলম্বে লকডাউন করার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যে ১৮ শতাংশ জনগন পজিটিভ। এই অবস্থায় লকডাউন জারি করা ছাড়া উপায় নেই।

এদিকে এদিনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন জারি করল কেরল প্রশাসন। ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত কেরালাতে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। গতকালই এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল ৪২ হাজার জন। এরপরেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়ন প্রশাসন।

দেশে করোনায় দৈনিক সংক্রমণ ফের চার লাখের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৮৪৪ জন। মোট মৃতের সংখ্যা ২৩ লাখ ১ হাডার ৬৮। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫ লাখ ৬৬ হাজার ৩৯৮।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*