ইডির দেওয়া লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির বিবরণ নিয়ে সন্দেহপ্রকাশ বিচারপতির

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই সংক্রান্ত সমস্ত বিষয়গুলি সরাসরি জানতে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের আধিকারিকদের তিনি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও এবং অন্য ডিরেক্টরদের সম্পত্তির বিস্তারিত তথ্য আদালতে জমা দিয়েছিল ইডি।এরই পাশাপাশি, নিয়োগ মামলায় জড়িত এক অভিনেতার নাম এবং সম্পত্তির বিবরণও আদালতে জমা দেওয়া হয়।তাঁর মন্তব্য, সম্পত্তির যে বিবরণ জমা পড়েছে, তা নিয়ে কিছু সন্দেহ রয়েছে। বেশ কিছু বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন। সেই কারণে দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদেরই আদালতে উপস্থিত থাকতে বলেছেন তিনি।
অভিযোগ, তল্লাশির সময় সংস্থার কম্পিউটারে ইডি বেশ কিছু ফাইল ডাউনলোড করে। সংস্থার তরফে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পরে ইডি ফাইল ডাউনলোড করার কথা স্বীকার করে নেয়। তারা লালবাজার এবং লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে ইমেল মারফত ব্যাখ্যা দিয়ে জানায়, তাঁদের এক তদন্তকারী অফিসার ওই সংস্থার কম্পিউটারে নিজের মেয়ের কলেজের হস্টেল সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন। তখনই কোনও ভাবে ফাইলগুলি ডাউনলোড হয়েছে। এর পর লালবাজার থেকে ইডির প্রতিনিধিকে তলব করা হলেও কেউ যাননি। লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থায় ইডি অফিসারের ১৬টি ফাইল ডাউনলোডের ঘটনায় সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে মৌখিক ভাবে জানান বিচারপতি সিনহা।
বিচারপতিকে দেওয়া ইডির রিপোর্টে নিয়োগ মামলায় জড়িত এক টলি অভিনেতার নাম ছিল। তাঁর সম্পত্তি নিয়েও সোমবার আদালতে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি।বিকেলে শুনানির দ্বিতীয় পর্বে অন্য কোনও নির্দেশ দেন কিনা সেদিকেই নজর সবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*