রণক্ষেত্র লখিমপুর! মৃতদেহ নিয়ে বিক্ষোভে কৃষকরা

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে অশান্তির জেরে মৃত্যু হয়েছিল 9 জনের। যা নিয়ে সোমবারও অগ্নিগর্ভ পরিস্থিতি লখিমপুরের খেরিতে। এদিন সকালে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কৃষকরা। অন্যদিকে রবিবারে অশান্তির ঘটনায় আহত হওয়া এক সাংবাদিকের এদিন হাসপাতালে মৃত্যু হয়।

দফায় দফায় অশান্তির জেরে সোমবার লখিমপুর খেরি এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। সেখানকার তিনটি হাইওয়ে বন্ধ করে দেয় কৃষকেরা। একটি পুলিশ জিপে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। গৌতম পল্লি পুলিশ স্টেশনের বাইরে থাকা ওই জিপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব দাবি করেন, পুলিশই আগুন লাগিয়েছে গাড়িতে।

পুলিশ কমিশনার ডি কে ঠাকুর জানান, লখনউতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। উত্তরপ্রদেশের এই ঘটনার প্রভাব পড়েছে দিল্লিতেও। ইতিমধ্যেই দিল্লি পুলিশ ট্রাফিক অ্যাডভাইজরি জারি করেছে। জানানো হয়েছে, গাড়িচালকেরা যাতে সরাই কালে খান থেকে নয়ডা ও গাজিয়াবাদ পৌঁছতে বিকাশ মার্গ ব্যবহার করে।
এছাড়া হরিয়ানেও লেগেছে উত্তরপ্রদেশের ঘটনার বিক্ষোভের আঁচ। হরিয়ানার কৃষকেরা আম্বালায় সোমবার বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে পড়ে।

খেরির এই ঘটনায় দেশজুড়ে সাড়া পড়ে যাওয়ায় চাপ বাড়ছে যোগী সরকারের উপর। দেশের একাধিক তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা এদিন খেরি যাওয়ার উদ্যোগ করতেই তাঁদের বাধা দিতে সচেষ্ট হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*