অশনি মোকাবিলায় কলকাতা পৌরনিগমের জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পৌরনিগম। উদ্যান বিভাগ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, আলো বিভাগ, নিকাশি বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের ১০ থেকে ১২ মে পর্যন্ত সব ছুটি বাতিল করা হয়েছে। পৌরকমিশনার বিনোদ কুমার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন।

নির্দেশিকায় বলা হয়েছে, সবকটি বিভাগ এবং বরোগুলিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি দ্রুত সেরে ফেলবেন। আমফানের সময় যে ভাবে সমন্বয় রেখে কাজ হয়েছিল সে ভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করতে হবে। রাজ্য সরকারের সেচ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিটি মুহূর্তে সমন্বয় রেখে কাজ করতে হবে কর্মীদের। জোয়ার এবং ভাটার সময় গঙ্গার গেট খোলা, খালগুলি দিয়ে জল নিষ্কাশন – সব ক্ষেত্রে সমন্বয় রেখে কাজের কথা জানান পৌর কমিশনার।

পৌরনিগমের উদ্যান বিভাগের ডিজি এবং সিভিল বিভাগের ডিজিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বরোতে একটি করে টিম তৈরি রাখতে হবে। বিশেষ করে উদ্যান বিভাগে কাজ করা লোকজনকে নিয়ে দল সর্বদা প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। গাছ ভেঙে পড়লে তা দ্রুত কেটে ফেলা ও সরিয়ে ফেলার জন্য হাইড্রোলিক ল্যাডার, কাটিং মেশিন-সহ একাধিক যন্ত্রপাতি ইতিমধ্যেই সদর দফতরে আনা হয়েছে। কোথাও বাতিস্তম্ভের তার ঝুলে রয়েছে কি না, ফিডার বক্সের দরজা ভাঙা কি না, রাস্তার ধারে ছোট ছোট বাতিস্তম্ভগুলির বিদ্যুতের বক্স থেকে তার বেরিয়ে এসেছে কি না, তা বরো ভিত্তিক এলাকাগুলিতে আলোক বিভাগের কর্মীদের রাস্তায় নেমে খতিয়ে দেখতে বলা হয়েছে।

জল সরবরাহ প্রকল্পগুলিতে বিদ্যুৎ সরবরাহ যাতে বিচ্ছিন্ন না হয়, সে দিকে নজর রাখতে হবে। প্রতিটি জলপ্রকল্প এবং পাম্পিং স্টেশনে প্রয়োজনীয় জেনারেটর রাখতে বলা হয়েছে। জলদূষণ যাতে না ঘটে সে বিষয়ে নজর রাখতে হবে। কেইআইআইপি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিজিকে আবার বডিগার্ড লাইন এবং বেহালায় যাতে জল দ্রুত নিষ্কাশন হয়ে যায় তার জন্য আগাম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ডিজিকে প্রতিটি জায়গায় প্রয়োজনীয় কর্মীদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আবর্জনা জমে যাতে জল নিষ্কাশনের কোনও অসুবিধা না হয়, বাড়ি ভেঙে পড়লে সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা এবং ধ্বংসস্তূপের আবর্জনাকে যাতে দ্রুত সরানো হয়, সে জন্য ২৪ ঘণ্টা বিশেষ দলকে দিয়ে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বিল্ডিং বিভাগের ডিজিকে। কলকাতা পৌরনিগমের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম প্রতিটি সময় সঠিক নজরদারির জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*